Can't found in the image content. দ্রুত টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিতো প্রতারক চক্র | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪ |

EN

দ্রুত টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিতো প্রতারক চক্র

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, সেপ্টেম্বর ৩, ২০২১

দ্রুত টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নিতো প্রতারক চক্র

বিদেশগামী ব্যক্তিদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে দ্রুত করোনার টিকা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়ে নেয়া একটি প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে ্যাব গতকাল বুধবার রাতে রাজধানীর মুগদা এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয় এসময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মুঠোফোন উদ্ধার করা হয়
বৃহস্পতিবার রাজধানীর কাওরানবাজারে ্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ্যাবের আইন গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন
তিনি জানায়, গ্রেপ্তারকৃত নুরুল হক, সাইফুল ইসলাম, ইমরান হোসেন দুলাল মিয়া দুই শতাধিক বিদেশগামী ব্যক্তিদের কাছ থেকে আড়াই থেকে পাঁচ হাজার টাকা করে নিয়েছে কিছু সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ্যাব জানতে পারে, কয়েকজন প্রতারক বিভিন্ন হাসপাতালের সামনে অবস্থান করে বিদেশগামী প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে দ্রুত টিকা দেয়ার আশ্বাস দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছেন গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এরপর ওই প্রতারকদের আইনের আওতায় নিয়ে আসতে ্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে প্রতারকেরা ্যাবকে বলেছেন, সরকারি টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর তাঁরা বিদেশগামী ব্যক্তিদের খুদে বার্তা পাঠিয়ে দ্রুত টিকা দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন সরকারি সাতটি হাসপাতাল বিদেশগামী ব্যক্তিদের টিকা দেয়ার জন্য নির্ধারিত প্রতারকেরা ওইসব হাসপাতালের সামনেই অবস্থান নিতেন

ভিসা বিমান টিকিটের স্বল্প মেয়াদের কারণে বিদেশগামী ব্যক্তিরা দ্রুত টিকা পেতে সংশ্লিষ্ট হাসপাতালে যোগাযোগ করতেন প্রতারকেরা সেই সুযোগই বেছে নেন বিদেশগামী আবার কেউ এসএমএস না পেয়েও প্রতারিত হতেন