ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি রিয়াদ, সম্পাদক ঝিলাম

সিয়াম মাহমুদ, বিশেষ প্রতিনিধি | আপডেট: রবিবার, এপ্রিল ২৪, ২০২২

রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি রিয়াদ, সম্পাদক ঝিলাম
রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন, ঢাকা (রুসা) এর তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াদ খাঁন সভাপতি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের শিক্ষার্থী ঝিলাম তাওহীদ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজিত রুসার সাধারণ সভা ও ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন রুসার উপদেষ্টা ডেপুটি কমিশনার অফ ট্যাক্স মেহেদি মাসুদ ফয়সাল ও সহকারী পুলিশ সুপার মো: রাজিব। অনুষ্ঠানে ২০২০-২০২১ সেশনে রাঙ্গাবালী উপজেলা থেকে সরকারি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

৫১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হল, সহ-সভাপতি মো . আসলাম, মো . ইয়াসিন ও মো . তাহের। যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, রাইসুল ইসলাম রিমন ও মো . জুনায়েদ হোসাইন। সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম, মো . সিফাত, মো . বাশার মাহমুদ, ফাতেমাতুজ জোহরা নিলা।  দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ দপ্তর সম্পাদক রবিউল ইসলাম নয়ন, প্রচার সম্পাদক মুন্নি রহমান, সহ প্রচার সম্পাদক মো: মুশফিকুর রহমান, অর্থ সম্পাদক মো: সুলায়মান,  সহ অর্থ সম্পাদক মো: খলিল, মানবসম্পদ সম্পাদক মো: শাকিল,

এছাড়া, ছাত্র বিষয়ক সম্পাদক রেজওয়ান আহমেদ রাতুল, ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা: সাজনিন মৌ, ক্রীড়া সম্পাদক ইশিতা জাহান তিশা, আইন সম্পাদক মো: রাকিবুল হাসান, সমাজকল্যান সম্পাদক রেজওয়ান, বিজ্ঞান সম্পাদক মো: সোহানুর রহমান, প্রকাশনা সম্পাদক বনি আমিন, সাহিত্য সম্পাদক মো . আরিফ মাহবুব, পাঠাগার সম্পাদক মো . খলিল, গবেষণা সম্পাদক তানজিলা আক্তার পপি, তথ্য সম্পাদক মোঃ মাইদুল ইসলাম,  সাংস্কৃতিক সম্পাদক মোসাঃ লিজা, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ রাকিব, চিকিৎসা সম্পাদক মাসুম আহমেদ নিজাম, স্বাস্থ্য সম্পাদক, মোঃ বাশির আহম্মেদ, গণশিক্ষা সম্পাদক ফারিয়া বিনতে মাহমুদ জিম, প্রশিক্ষন সম্পাদক কাফি খান, কৃষিশিক্ষা সম্পাদক নিশাদ, ব্যবস্থাপনা সম্পাদক, মোঃ আবিদ, আপ্যায়ন সম্পাদক : মোঃ ইব্রাহিম, পরিবেশ সম্পাদক ইমান হোসেন অনিক, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো . মাহির রহমান তরিক, ত্রান সম্পাদক সাব্বির হোসাইন এবং কার্যনির্বাহী সদস্য মো . মেহেদী হোসাইন, মো . তাহসিন, মো . তাইবুর রহমান শামীম, আব্দুল বাছেত ঢাকা বিশ্ববিদ্যালয়, মো . নিজাম উদ্দিন, মো . রাসেল মাহমুদ, মো . সঞ্জীব মিয়া, নাহিদ হাসান শাকিল ও নাঈম ইসলাম তুর্য। 

করোনা পরবর্তী সময়ে রাঙ্গাবালী উপজেলা স্টুডেন্ট এসোসিয়েশন এর কার্যক্রম আরও তরান্বিত করার লক্ষ্য নিয়ে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, খুব শিগরিই রাঙ্গাবালি উপজেলাতে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে শিক্ষার্থীদের কিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে পারে তার উপর বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ থাকবে।