ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: রবিবার, এপ্রিল ২৪, ২০২২

সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের  ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন
সরকারি তিতুমীর কলেজের বিজ্ঞান ভবনের ১৩১৩ নাম্বর কক্ষে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, সরকারি তিতুমীর কলেজ কর্তৃক এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি,
"পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়"।
 
মাননীয় মন্ত্রীমহোদয়, জনাব মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, সরকারের উদ্যোগে দেশব্যাপী পরিচালিত বৃক্ষরোপণ অভিযান সফল করতে শিক্ষার্থীদের জোরালো ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, আগামী জুন মাসে বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়ন করা হবে। এ কার্যক্রমে সকল শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ছাত্রছাত্রীরা আরও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলে সরকারের এ উদ্যোগ সফল হবে, দেশের পরিবেশ উন্নত হবে।

সরকারি তিতুমীর কলেজের সিলেট বিভাগীয় ছাত্রকল্যাণ সংগঠন জালালাবাদ  ছাত্রকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত "আলোচনা সভা ও ইফতার মাহফিল" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী সিলেটের শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে দিনরাত কাজ করে চলেছেন। সরকারের সাথে শিক্ষার্থীদেরও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। এজন্য  প্রথমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে,  নিজেদের যোগ্য করে তুলতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে, পাশাপাশি নিজ নিজ এলাকায় শিক্ষা বিস্তারে কাজ করতে হবে।

জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, সরকারি তিতুমীর কলেজ শাখার সভাপতি টিপু সুলতান এবং সাধারণ সম্পাদক ফরহাদ হাসান শাহীন এর সঞ্চালনায় এবং সিলেটের সকল  শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নাছিমা আক্তার চৌধুরী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা মেহজাবিন, বাংলাদেশ ডেইরিস ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইমরান আহমেদ, প্রয়াস গ্রুপের চেয়ারম্যান প্রদ্যুৎ কুমার তালুকদার, ইনডেক্স গ্রুপের পরিচালক সৈয়দ আশরাফ ফয়েজ, সরকারি তিতুমীর কলেজ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শিল্পী রায়, সমাজ কর্ম বিভাগের প্রভাষক সুমন তালুকদার, রসায়ন বিভাগের প্রভাষক মান্না কণাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। 

এসময় আরো উপস্থিত ছিলেন, সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক হোসেন মানিক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক, 
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুল ইসলাম জুয়েল, মুক্তিযুদ্ধা জিয়া হল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইউসুফ উদ্দিন, উত্তরা পশ্চিম থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক জুয়েল সহ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আমমেদ, তিতাস গ্যাসের ব্যবস্থাপক মোরশেদ খান, সিলেটের নারী উদ্যোক্তা কাজী মনিরা আহমেদ মনি সহ অসংখ্য গুণীজন এবং সিলেটের আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা'র আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়।