ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা ২০২২

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: শনিবার, এপ্রিল ২৩, ২০২২

ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা ২০২২
ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার ২০২২ ঢাবির অফিশিয়াল ওয়েবসাইট du.ac.bd এ প্রকাশিত হয়েছে। ঢাবি ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি পরীক্ষার তারিখ, আবেদন যোগ্যতা, মানবন্টন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে ।

আবেদন শুরু : ২০ এপ্রিল 

আবেদনের শেষ তারিখ : ১০ মে

প্রবেশপত্র ডাউনলোড : ১৬ মে ২০২২ থেকে পরীক্ষা শুরুর ১ঘন্টা পূর্ব পর্যন্ত

ভর্তি পরীক্ষা শুরু : ৩ জুন

ভর্তি পরীক্ষা শেষ : ১৭ জুন

আবেদন ফি : ১,০০০/- 

ইউনিট পরীক্ষার তারিখ

ক ইউনিট ১০ জুন

খ ইউনিট ৪ জুন

গ ইউনিট ৩ জুন

ঘ ইউনিট ১১ জুন

চ ইউনিট ১৭ জুন

ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষা হবে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২.৩০পর্যন্ত (দেড় ঘণ্টা)। তবে চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত (৩০ মিনিট)।

ঢাবি আবেদন যোগ্যতা ২০২২
আবেদন যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান শাখা (চতুর্থ বিষয় সহ) জিপিএ ৮ থাকতে হবে। এ ছাড়া ব্যবসায় শিক্ষা শাখা (চতুর্থ বিষয় সহ) জিপিএ ৭.৫ এবং মানবিক শাখা (চতুর্থ বিষয়সহ) জিপিএ ৭.৫ নির্ধারণ করা হয়েছে।

( ঢাবি ক ইউনিট আবেদন যোগ্যতা )
প্রার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালে বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক অথবা মাদ্রাসা বাের্ডের বিজ্ঞান শাখায় পাশ করতে হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (বা সমমানের) পরীক্ষার প্রতিটিতে পৃথকভাবে ৪র্থ বিষয়সহ ন্যূনতম ৩.৫ জিপিএসহ প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০০ হতে হবে।

( ঢাবি খ ইউনিট আবেদন যোগ্যতা )

প্রার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানবিক শাখা থেকে উত্তীর্ণ হতে হবে ।
প্রার্থীদের মাধ্যমিক  ও উচ্চ মাধ্যমিক / সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) মোট জিপিএ হতে হবে ৭.৫ । তবে উভয় পরীক্ষাতেই আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

( ঢাবি গ ইউনিট আবেদন যোগ্যতা )

প্রার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হতে হবে ।
 ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে ।

( ঢাবি ঘ ইউনিট আবেদন যোগ্যতা )

প্রার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, কৃষি বিজ্ঞান এর যেকোন একটি থেকে উত্তীর্ণ হতে হবে ।
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কোন বিষয়ে ‘বি’ গ্রেড (গ্রেড পয়েন্ট ৩.০)-এর নিচে পেলে আবেদন গ্রহণযােগ্য হবে না।
মানবিক শাখা (মাদ্রাসা শিক্ষা বাের্ডসহ) থেকে আগত ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০ এর কম হতে পারবে না ।
ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা-ইন-বিজনেস স্টাডিজ, ডিপ্লোমা-ইন-কমার্স ও বিজনেস ম্যানেজমেন্ট শাখা থেকে আগত প্রার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৭.৫ হতে হবে । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আলাদাভাবে জিপিএ ৩.০০ থাকতে হবে ।
বিজ্ঞান, মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান, কৃষি বিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতি শাখা থেকে আগত ছাত্র/ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (৪র্থ বিষয়সহ) পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যােগফল ন্যূনতম ৮.০০ হতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.৫ এর কম হতে পারবে না ।

( ঢাবি চ ইউনিট আবেদন যোগ্যতা )

প্রার্থীকে অবশ্যই ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এ২০২১ সালে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ হতে হবে ।
মোট জিপিএ ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।  

ক ইউনিট 

ভর্তি পরীক্ষা MCQ এবং লিখিত উভয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা মোট নম্বর হবে ১০০ , তন্মাধ্যে ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। MCQ পরীক্ষা ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষা ৪৫ মিনিটের হবে।
MCQ পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে এবং তা বিষয়ভিত্তিক সমন্বয় করা হবে। একজন প্রার্থী যে ৪টি বিষয়ের প্রশ্নের উত্তর দিলে তার উপর নির্ভর করবে সে কোন বিভাগ/ইনস্টিটিউট এ ভর্তি হতে পারবে। পদার্থ ও রসায়ন আবশ্যিক সাবজেক্ট, অর্থাৎ অবশ্যই উত্তর করতে হবে। এর সাথে অন্য যেকোন ২ টি সাবজেক্ট সহ মোট ৪ টি সাবজেক্ট এর উপর পরীক্ষা দিতে হবে।

খ ইউনিট
খ ইউনিট ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের উপর। এমসিকিউ ৬০ নম্বর ও লিখিত পরীক্ষা ৪০ নম্বর।  এমসিকিউ ও লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে ৪৫ মিনিট বরাদ্দ থাকবে ।

গ ইউনিট
মানবন্টন
মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরা করা হবে। MCQ ও লিখিত পরীক্ষা মিলে ১০০ নম্বর নির্ধারিত থাকবে এবং অবশিষ্ট ২০ নম্বর মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ২ দিয়ে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ)  প্রাপ্ত জিপিএ ২ দিয়ে গুন করে এই দুয়ের যোগ ফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে মোট ১২০ নম্বরের উপর শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরী করা হবে

ঘ ইউনিট 
মানবন্টন
ভর্তি পরীক্ষার মোট নম্বরঃ ১০০।
সময় ১ ঘন্টা ৩০ মিনিট
MCQ -৬০ নম্বর। যেখানে প্রতিটা প্রশ্নের মান ১ এবং প্রতিটা ভুল উত্তরে জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। সময় ৪৫ মিনিট।
লিখিত পরীক্ষা ৪০ নম্বরের হবে এবং সময় থাকবে ৪৫ মিনিট।

 চ ইউনিট
 মানবন্টন
এখানে ভর্তি পরিক্ষা দুটি অংশে অনুষ্ঠিত হবে - সাধারণ জ্ঞান ৪০+ অঙ্কন ৬০ = ১০০ নম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা  এ বছর কমানো হয়েছে ।
ইউনিট ভিত্তিক আসন সংখ্যা
ক ইউনিট ১৮৫১ টি
খ ইউনিট ১৭৮৮ টি
গ ইউনিট  ৯৩০ টি
ঘ ইউনিট ১৩৩৬ টি
চ ইউনিট    ১৩০টি