আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। জলবায়ু পরিবর্তনজনিত হুমকি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ‘ইনভেস্ট ইন আওয়ার প্লানেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই বছর পালিত হচ্ছে বিশ্ব ধরিত্রী দিবস। পৃথিবীকে নিরাপদ এবং বাসযোগ্য রাখতে জলবায়ুর হুমকি প্রতিরোধ এবং পরিবেশ দূষণ রোধে টেকসই বিনিয়োগ প্রদানের প্রয়োজনীয়তার দিকে দৃষ্টি আকর্ষণ করতে সারা বিশ্বের পরিবেশ সচেতন মানুষ আজ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করছে। ১৯৭০ সাল থেকে প্রতি বছর ২২ই এপ্রিল বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস। ১৯৭০ সালে জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাস্তায় নেমে এসেছিলেন যুক্তরাষ্ট্রের প্রায় দুই কোটি মানুষ। সেই থেকেই দিবসটির সূত্রপাত। মার্কিন সিনেটর গেলর্ড নেলসন দিবসটির প্রচলন করেন। এ কারণে পরবর্তীকালে তাকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়।
জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবিলায় টেকসই বিনিয়োগের কোনো বিকল্প নেই। সরকার থেকে শুরু করে প্রতিটি সচেতন নাগরিকের উচিত টেকসই বিনিয়োগ ও উন্নয়নের মাধ্যমে জলবায়ুর পরিবর্তনজনিত সমস্যাগুলো হ্রাস করা। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের কুফলরোধে নানান পদক্ষেপ গ্রহন করেছে।