Can't found in the image content. এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বৃহস্পতিবার, এপ্রিল ২১, ২০২২

এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা না হওয়ার ইঙ্গিত
এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) অনিশ্চিত। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

নভেম্বরের ৩ মাস আগে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা বা উদ্বেগের কিছু নাই। পরীক্ষার হবে কি না সেটা বছর শেষের ৩ মাস আগে জানানো হবে।

তবে নতুন কারিকুলামে পিএসসি পরীক্ষা থাকছে না বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, নতুন কারিকুলাম বাস্তবায়নে সব ধরনের পরীক্ষা তুলে দেওয়া হবে। ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে পরবর্তী ক্লাসে তোলা হবে।