কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২০শে এপ্রিল) বিভাগের শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, প্রফেসর এম এম শরিফুল করিম, ইংরেজি বিভাগে বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড বনানী বিশ্বাসসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
ইফতার ও দোয়া মাহফিল শেষে ইংরেজি বিভাগের মিশন, ভিশন'র ফলক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমি চাই আমার শিক্ষার্থীরা দেশ ছাড়িয়ে দেশের বাইরে এক একটি ব্র্যান্ড হোক৷ সবাই যেন বলতে পারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা বৃত্তির ব্যবস্থা করেছি৷শিক্ষার্থীদের মানউন্নয়নে যা যা করা দরকার সব কিছুই আমরা করার চেষ্টা করছি৷ শিক্ষার্থীদের গবেষণা ধর্মী কাজে নিজেদের নিয়োজিত করার জন্য উৎসাহ প্রদান করেন৷