রাজধানীর নিউমার্কেটের সংঘর্ষে ‘পুলিশ ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে’, ঢাকা কলেজ শিক্ষার্থীদের এমন অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) রমনা অঞ্চলের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।
সাজ্জাদুর রহমান বলেন, কারও পক্ষ নেওয়ার কোনো কারণ নেই। ঢাকা কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কোনো কারণে যদি আমাদের বিপক্ষেও যেতে হয়, বিরূপ আচরণও করতে হয়, তবে সেটা কোন পরিস্থিতিতে সবাই তা অনুমান করতে পারেন। আমরা কারও পক্ষে-বিপক্ষে নই।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি জানতে এবং শিক্ষার্থীদের অভিযোগের বিষয়টি সামনে এলে তিনি এসব কথা বলেন।
পুলিশ মধ্যস্থতা না করে ব্যবসায়ীদের পক্ষ নিয়েছে, শিক্ষার্থীদের এমন অভিযোগ বিষয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের এ অভিযোগের কোনো ডকুমেন্টস আছে? কারও পক্ষ নেওয়ার প্রশ্নই আসে না। ব্যক্তির সম্পদ মানেই রাষ্ট্রের সম্পদ। রাষ্ট্রের সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।