ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

রোগী থাকার পরও অ্যাম্বুলেন্স ভাঙল ব্যবসায়ীরা

সংঘর্ষ থেকে রক্ষা পায়নি অপারেশনের রোগীবাহী অ্যাম্বুলেন্স।

তৌফিকুজ্জামান খান ইমন, প্রধান প্রতিনিধি | আপডেট: বুধবার, এপ্রিল ২০, ২০২২

সংঘর্ষ থেকে রক্ষা পায়নি অপারেশনের রোগীবাহী অ্যাম্বুলেন্স।
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে রক্ষা পায়নি অপারেশনের রোগীবাহী অ্যাম্বুলেন্স।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে নীলক্ষেত এলাকায় অ্যাম্বুলেন্সটি ভাঙচুর করেন ব্যবসায়ীরা।

হামলার শিকার অ্যাম্বুলেন্সের চালক জাহাঙ্গীর আলম বলেন, আমি রোগী নিয়ে যাওয়ার সময় প্রথমে ছাত্ররা গাড়ি আটকায়। কিন্তু রোগী দেখে তারা যেতে দেয়। এরপর নিউমার্কেটের সামনে গেলেই ব্যবসায়ীরা আমার গাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে আমি আহত হই।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। রাত আড়াইটার দিকে সংঘর্ষ থামে। পরে আজ সকালে আবার সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে সংঘর্ষ।

ছাত্রদের অভিযোগ, তাদের এক সহপাঠীর ওপর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা চালিয়েছেন। এর জেরেই সংঘর্ষ শুরু হয়েছে।

আর ব্যবসায়ীরা বলেছেন, রাতে ঢাকা কলেজের কয়েকজন ছাত্র নিউমার্কেটের একটি ফাস্ট ফুডের দোকানে খাবার খেতে এসেছিলেন। খেয়ে তারা টাকা না দিতে চাওয়ায় সংঘর্ষ শুরু হয়।