ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ছাত্রলীগ সভাপতির কাছে যে নিশ্চয়তা চাইলেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা

ক্যাম্পাস প্রতিবেদক | আপডেট: বুধবার, এপ্রিল ২০, ২০২২

ছাত্রলীগ সভাপতির কাছে যে নিশ্চয়তা চাইলেন ঢাকা কলেজ শিক্ষার্থীরা
রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে চলমান সংঘর্ষ নিয়ন্ত্রণে সহায়তা করতে সম্মত হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে নতুন করে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, এর নিশ্চয়তা চেয়েছেন তারা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে যান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়। এসময় ছাত্রলীগ সভাপতি কাছে এ নিশ্চয়তা চান ঢাকা কলেজ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা শেষে সাংবাদিকদের ব্রিফ করতে এসে ছাত্রলীগ সভাপতি জানান, আমরা ছাত্রদের সঙ্গে কথা বলেছি। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে। তবে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, এর নিশ্চয়তা চেয়েছে শিক্ষার্থীরা।

সোমবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা ধরে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে, যা চলে রাত আড়াইটা পর্যন্ত। মধ্যরাতে দুই পক্ষকে ওই এলাকা থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

এরপর মঙ্গলবার সকালে দ্বিতীয় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবরোধের পর নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সকাল সাড়ে ১০টার পর নীলক্ষেত মোড়-সায়েন্সল্যাব এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলে। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা কলেজ ও নিউমার্কেটসহ আশপাশ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।