ফ্রিডম বাংলা নিউজ

বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪ |

EN

বাটা শোরুমেও দাম বাড়িয়ে ট্যাগ, লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | আপডেট: মঙ্গলবার, এপ্রিল ১৯, ২০২২

বাটা শোরুমেও দাম বাড়িয়ে ট্যাগ, লাখ টাকা জরিমানা
চট্টগ্রাম মহানগরীর অভিজাতদের শপিংমল হিসেবে পরিচিত সানমার ওশ্যান সিটিতে দুই হাজার টাকার পোশাক নেওয়া হচ্ছে ৬ হাজার টাকা। মার্কেটের গিগল নামের কাপড়ের দোকানে পোশাকের পুরোনো স্টিকার পাল্টে বেশি দামের স্টিকার লাগানো ছিল। এমনকি একই শপিংমলে মানুষের আস্থার ব্র্যান্ড বাটা জুতার শোরুমেও দেখা গেছে দাম বদলানোর এমন চিত্র।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে এমন অভিযোগের প্রমাণ পাওয়ার পর গিগলকে ৮০ হাজার টাকা জরিমানা করে। একইভাবে দেশের স্বনামধন্য বাটা সু কোম্পানির শোরুমে ক্রেতা ঠকানোর প্রমাণ পায় তারা। সানমার ওশ্যান সিটির বাটার শোরুমে এক জোড়া জুতার ১৯৯৯ টাকার ট্যাগ উঠিয়ে ২২৯৯ টাকার নতুন ট্যাগ বসানোর বিষয়টিরও প্রমাণ পেয়েছে অধিদপ্তর। এরপর শোরুম কর্তৃক্ষকে সতর্ক করাসহ এক লাখ টাকা জরিমানা করা হয়।