ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

তিতুমীরস্থ কালকিনি উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মোরশেদ-সাইফুল

সিয়াম মাহমুদ, বিশেষ প্রতিনিধি | আপডেট: রবিবার, এপ্রিল ১৭, ২০২২

তিতুমীরস্থ কালকিনি উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে মোরশেদ-সাইফুল
'শিক্ষা, সেবা, একতা' ও 'এসো মিলি বন্ধনে, শিকড়ের সন্ধানে' প্রতিপাদ্যে সংগঠিত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ পড়ুয়া কালকিনি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন "কালকিনি উপজেলা ছাত্র কল্যাণ পরিষদ"র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী (২০১৪-২০১৫) 'মোরশেদ আলম রিংকু'কে সভাপতি এবং মার্কেটিং বিভাগের (২০১৪-২০১৫) শিক্ষার্থী 'সাইফুল ইসলাম ডালিম'কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। 

১৬ ই এপ্রিল রোজ শনিবার তিতুমীরস্থ কালকিনি উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা নাহিদিজ্জামান নাহিদ এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

নব-নির্বাচিত সভাপতি মোরশেদ আলম রিংকু  বলেন, আলহামদুলিল্লাহ, আমাকে কালকিনি উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি  তিতুমীর কলেজ এর সভাপতি নির্বাচন করায় আমাদের কালকিনির উপদেষ্টামন্ডলীদের ধন্যবাদ জানাই। বিশেষ করে সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক  মাহমুদুল হক জুয়েল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারি তিতুমীর কলেজে, এ বছরই প্রথম কালকিনি উপজেলা ছাত্রকল্যাণ পরিষদ প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালীন ছাত্র কল্যাণ এর সভাপতি নির্বাচিত হওয়ায় আমি খুবই আনন্দিত। কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থী, সঠিকভাবে যেন এ দায়িত্ব পালন করতে পারি এবং ছাত্রদের কল্যাণে সব সময় পাশে থাকতে পারি।

উক্ত কমিটিতে সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাহিদ হোসেন ও আজিজুল ইসলাম। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমু্ল হোসেন লিমন, মোঃ রাশেদ ব্যাপারী, সাদিকুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহীন আরমান, শফিকুল ইসলাম রিয়ান, বি এম রাজিব,  প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে শাহীন সরদার ও দপ্তর সম্পাদক হিসেবে মোঃ রাইদুল ইসলাম গালিব এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে কাজী রুবায়েতকে মনোনীত করা হয়েছে।

এছাড়াও সংগঠনটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব জামিল শিকদার, মোঃ ইমরান হোসেন এবং বি এম ইমরান হোসেন মানিক।