ঢাকা কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ঢাকা কলেজ আবৃত্তি সংসদের ইফতার সম্পন্ন হয়েছে।
ঢাকা কলেজের আইসিটি বিল্ডিংয়ের ১০৪ নং কক্ষে এ ইফতার প্রোগ্রাম হয়।
এতে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল কুদ্দুস সিকদার। তিনি তার সভাপতির বক্তব্যে বলেন, ঢাকা কলেজ আবৃত্তি সংসদের শুরুটা সহজ ছিল না। নবীন সংগঠন হিসেবে আবৃত্তি সংসদের জন্য আমি কিছু করার চেষ্টা করছি । আমি আশা করি আবৃত্তি সংসদ ঢাকা কলেজের গণ্ডি পেরিয়ে জাতীয় পর্যায়ে অবদান রাখবে । এই সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে যারা জড়িত সকলের জন্য তিনি শুভ কামনা ব্যক্ত করেন।
ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, ঢাকা কলেজের ছাত্ররা মেধাবী। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের ভর্তির পর থেকেই আলাদা কনফিডেন্স সৃষ্টি হয়। কলেজগুলোতে সেটা অনুপস্থিত। তিনি বলেন, আবৃত্তি সংসদ এর মাধ্যমে ঢাকা কলেজের শিক্ষার্থীরা শুদ্ধ ভাবে কথা বলা শিখতে পারবে। এর সদস্যরা যেকোন প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শাহিন উদ্দিন, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ করিম, ও শ্রাবণী ধর।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা কলেজ আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাতা ও মডারেটর, আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রহমতউল্লাহ রাজন। তিনি তার বক্তব্যে বলেন আবৃত্তি সংসদ তার কার্যক্রমের মাধ্যমে ছাত্রদের মাঝে বঙ্গবন্ধুর চেতনাকে ছড়িয়ে দিতে প্রয়াসী হবে এবং আগামী দিনের জন্য দক্ষ, যোগ্য ও প্রতিশ্রুতিশীল বাচিক শিল্পী হিসেবে তৈরী করতে সচেষ্ট থাকবে।
এসময় আবৃত্তি সংসদের শতাধিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।