'শিক্ষা, সেবা, একতা' ও 'সম্প্রীতির মানিকগঞ্জ' প্রতিপাদ্যে সংগঠিত, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ পড়ুয়া মানিকগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন "মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের"র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী (২০১৩-২০১৪) 'মাহমুদুল হাসান সোহাগ'কে সভাপতি এবং হিসাববিজ্ঞান বিভাগের (২০১৭-২০১৮) শিক্ষার্থী 'আব্দুর রহিম'কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
১৫ ই এপ্রিল রোজ শুক্রবার তিতুমীরস্থ মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা, সরকারি তিতুমীর কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দিলারা হাফিজ এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য ০৭ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নব-নির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান সোহাগ বলেন, দীর্ঘদিন যাবত তিতুমীর কলেজে মানিকগঞ্জ জেলার ছাত্রদের কোনো সংগঠন ছিলো না। আমি কলেজে ভর্তি হওয়ার পর থেকেই জেলার ছাত্র সংগঠন তৈরির জন্য চেষ্টা করতে থাকি। অবশেষে, সকলের সহযোগিতা ও প্রচেষ্টায় আজ মানিকগঞ্জ জেলার ছাত্রকল্যাণ পরিষদ গঠন করতে পেরেছি। আমি খুবই আনন্দিত। আমি চাই আমাদের মানিকগঞ্জ জেলা হতে আগত তরুণ প্রজন্মের জন্য বৃক্ষের মতো ছায়া হয়ে দাঁড়াতে, মানিকগঞ্জ জেলার ছাত্র-ছাত্রীদের জন্য ভর্তি পরীক্ষা কার্যক্রম থেকে শুরু করে, যেকোনো প্রয়োজনে সবসময় আমরা পাশে আছি। এই ব্যাপারে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
উক্ত কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরিয়ান সজল। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাদমান মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিবুল হাসান হৃদয় ও দপ্তর সম্পাদক হিসেবে তাহসান হাসাম সোহান এবং প্রচার সম্পাদক হিসেবে সুমন মন্ডলকে মনোনীত করা হয়েছে।