ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

ববির পরিবহণ পুলে যুক্ত হলো নতুন ২ টি বাস

মোঃ আজম খান, ববি প্রতিনিধি | আপডেট: বুধবার, এপ্রিল ১৩, ২০২২

ববির পরিবহণ পুলে যুক্ত হলো নতুন ২ টি বাস
বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলে সংযোজিত হয়েছে নতুন ২ টি বাস । 

বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ক্রয়কৃত ৫২ সিটের এ বাস ২ টি ফিতা কেটে উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড . মো . ছাদেকুল আরেফিন । এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার , শিক্ষক সমিতির সভাপতি , সাধারন সম্পাদক , প্রক্টর , প্রভোস্ট , চেয়ারম্যানবৃন্দ , পরিবহন পুলের ম্যানেজারসহ শিক্ষক শিক্ষার্থী , কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন । 

টাটা ১৩১৬ মডেলের ৫৮৮৩ সিসির বাস ২ টি ক্রয়ে বিশ্ববিদ্যালয়ের ব্যয় হয়েছে ৮৪,৫৮০০০ টাকা । এই নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবহণ পুলের নিজস্ব পরিবহন সংখ্যা দাড়াল ১৯ টি । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশন ( বিআরটিসি ) এর ২ টি একতলা ও ৬ টি দ্বিতল বাসও যুক্ত রয়েছে ।