বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এর নতুন ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া।
মঙ্গলবার (১২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মোঃ মাসুম আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপণে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর - এর অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় ( সংশোধন ) আইন , ২০১৩ এর ১২ ( ১ ) ধারা অনুসারে অধ্যাপক ড . মোঃ বদরুজ্জামান ভূঁইয়া , ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয় , ঢাকা - কে ৪টি শর্তে বরিশাল বিশ্ববিদ্যালয় এর ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হলো।
প্রায় আড়াই বছর ট্রেজারার পদ শূন্য থাকার পর এ নিয়োগ দেয়া হয়। সর্বশেষ ২০১৯ সালের ৭ অক্টোবর মেয়াদ পূর্ণ করা তৎকালীন ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
অধ্যাপক ড মোঃ বদরুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ থেকে ২০০৪ ও ২০০৫ সালে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর করেন। এরপর ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে পিএইচডি অর্জন করেন।
এছাড়াও তিনি মালেশিয়ার ইউনিভার্সিটি অব পারলিস থেকে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট ডক্টোরাল ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান এবং দীর্ঘ আট বছর মাস্টার দা সূর্যসেন হলের হাউজ টিউটরের দায়িত্ব পালন করেন।পরে তিনি ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট দায়িত্বে ছিলেন। একইসঙ্গে তিনি সহকারী প্রক্টরের দায়িত্বেও পালন করছেন।