রাশিয়া ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য পশ্চিমের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১১ এপ্রিল) এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তিনি।
সোমবার অসমর্থিত প্রতিবেদন সূত্রে অবরুদ্ধ দক্ষিণ ইউক্রেনের মারিউপোল বন্দরে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেলেনস্কি বলেন, আমরা এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। তবে তিনি ইতোমধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা বলেননি।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বনেতাদের মনে করিয়ে দিতে চাই, রাশিয়ান সামরিক বাহিনীর রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সেই সময়ে এর অর্থ ছিল-রাশিয়ান আগ্রাসনের প্রতি আরও কঠোর এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো প্রয়োজন ছিল।
মারিউপোলের মেয়রের সহযোগী পেট্রো অ্যান্ড্রুশচেঙ্কো তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, রাসায়নিক হামলার খবর নিশ্চিত করা যায়নি। তিনি পরবর্তীতে বিস্তারিত এবং স্পষ্ট তথ্য দিতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
রাশিয়ান হামলায় হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা এখন কিয়েভের অভিমুখ থেকে ইউক্রেনের পূর্ব দিকে সরে গেছে। সেখানে রুশ বাহিনী প্রচুর ধ্বংসযজ্ঞ চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপই একটি বিকল্প উপায়।
জেলেনস্কি বলেন, এবারের প্যাকেজটি এমনভাবে তৈরি করার সময় এসেছে যে, আমরা রাশিয়া গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের কথাও মুখে আনবে না।
তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আরোপ আবশ্যক হয়ে পড়েছে। তেলকে প্রভাবিত করে না, রাশিয়ার বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞার যেকোনো নতুন প্যাকেজ মস্কো হাসিমুখে গ্রহণ করবে।
সূত্র : রয়টার্স