রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একে একে দেশটির সব শহর দখল করে নেবে বলে জানিয়েছেন রুশ ফেডারেশনভুক্ত চেচনিয়া প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রমজান কাদিরভ।
সোমবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে ভিডিওবার্তায় চেচেন নেতা কাদিরভ এ কথা বলেন। খবর রয়টার্সের।
চেচেন নেতা কাদিরভ বলেন, প্রথমে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রাজ্য লুহানস্ক ও দোনেস্ককে পুরোপুরি স্বাধীন করা হবে। এর পর রাজধানী কিয়েভসহ অন্য শহরগুলো দখল করা হবে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদাতিক সেনা হিসেবে পরিচিত কাদিরভ আরও বলেন, হামলা হবে। শুধু মারিওপোলে নয়, সব জায়গায় হামলা হবে। সব শহরে, গ্রামে হামলা হবে।
আমি নিশ্চিত করে বলছি, এক পা-ও পিছিয়ে আসা হবে না, যোগ করেন চেচেন নেতা।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কাদিরভের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। তবে তিনি তা অস্বীকার করেছেন।
চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আখমাদ কাদিরভের ছেলে রমজান কাদিরভ একসময় স্বাধীন চেচনিয়ার জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলেও পরে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। সেই সময় ক্রেমলিন চেচনিয়াকে বৃহত্তর স্বায়ত্তশাসন দেয় ও কাদিরভকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে মেনে নেয়।