Can't found in the image content. থাইল্যান্ড সীমান্তে বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলা মিয়ানমারের | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

থাইল্যান্ড সীমান্তে বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলা মিয়ানমারের

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, এপ্রিল ১১, ২০২২

থাইল্যান্ড সীমান্তে বিদ্রোহীদের ঘাঁটিতে বিমান হামলা মিয়ানমারের
কারেন রাজ্যের বিদ্রোহীদের ঘাঁটিতে রোববার বিমান হামলা চালিয়েছে মিয়ানমারের সেনাবহিনী।

থাইল্যান্ড সীমান্তের কাছে লাই কাই কউ শহরের নিয়ন্ত্রণ নিতে আদিবাসী বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে মিয়ানমারের সেনাবাহিনীর।খবর আরব নিউজের।

বিদ্রোহীদের মুখপাত্র গণমাধ্যমকে জানান, গত বছরের ডিসেম্বরে সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে লাই কাই কউ শহরের কয়েক হাজার বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

কারেন ন্যাশনাল ইউনিয়ন নামে সশস্ত্র সংগঠনটি বহুদিন ধরেই থাইল্যান্ড সীমান্তের ২০ কিলোমিটার দূরে শক্তিশালী ঘাঁটি গেড়েছে।

রোববার বিদ্রোহীদের হামলায় ৪৫ জন সেনা নিহত হয়েছে বলে স্থানীয় একটি টিভি চ্যানেলের খবরে দাবি করা হয়। অন্যদিকে, সেনাবাহিনীর হামলায় দুজন বিদ্রোহী নিহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।