রাশিয়া থেকে সব ধরনের পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউক্রেন। ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিভরিডেঙ্কো শনিবার নিজের ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন।
যুদ্ধ শুরু হওয়ার আগে রাশিয়া ছিল ইউক্রেনের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার। ইউক্রেন প্রতিবছর প্রায় ৬০০ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করত রাশিয়া থেকে। খবর রয়টার্সের।
একই সঙ্গে অন্য দেশগুলোকেও মস্কোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছে কিয়েভ।
২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে প্রতিবেশী দুই দেশের মধ্যে কোনো পণ্য আমদানি-রফতানি দৃশ্যত হয়নি।
শনিবার ইউক্রেনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কারণে রাশিয়া থেকে ইউক্রেনে পণ্য আমদানি আইনত নিষিদ্ধ করা হলো।
ইউক্রেনের অর্থমন্ত্রী ইউলিয়া সিভরিডেঙ্কো বলেন, ‘শত্রুদের বাজেট আর আমাদের অর্থ পাবে না। এতে যুদ্ধে অর্থায়ন করার ক্ষমতা কমে যাবে।
ইউক্রেনের এমন পদক্ষেপ আমাদের পশ্চিমা মিত্রদেশগুলোর জন্য উদাহরণ হতে পারে। এতে তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মাত্রা বাড়ানোর উৎসাহ পাবে। এর মধ্যে তারা রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা ও রাশিয়ার সব ব্যাংককে একঘরে করে দিতে পারবে।
ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অসংখ্যবার পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দেয়। এ ছাড়া রাশিয়ার সামরিক আগ্রাসন ঠেকাতে দেশটিতে অন্যান্য পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেয়।