Can't found in the image content. এবার তুরস্কের বিরুদ্ধে অভিযোগ আনল রাশিয়া | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

এবার তুরস্কের বিরুদ্ধে অভিযোগ আনল রাশিয়া

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: শনিবার, এপ্রিল ৯, ২০২২

এবার তুরস্কের বিরুদ্ধে অভিযোগ আনল রাশিয়া
রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর তুরস্ককে নিরপেক্ষ অবস্থানেই দেখা গেছে।  রাশিয়া কিংবা ইউক্রেন কোনো দেশের পক্ষ না নিয়েই তুরস্ক এই সংকট নিরসনে মধ্যস্থতার চেষ্টা করে যাচ্ছে। 

তবে এবার তুরস্কের বিরুদ্ধে ইউক্রেনের কাছে অত্যাধুনিক বায়রাকতার টিবি-২ ড্রোন বিক্রির অভিযোগ এনেছে রাশিয়া। তুরস্কের একজন উচ্চ পদস্থ আমলার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই ড্রোন বিক্রির চুক্তি দুই দেশের মধ্যে নয়, বরং একটি বেসরকারি তুর্কি কোম্পানির সঙ্গে হয়েছিল জানিয়েছে ওই আমলা বলেন, রাশিয়ানরা বিরক্ত। মাঝে মাঝেই তারা ড্রোন বিক্রির বিষয়ে অভিযোগ করছে। তারা আগেও অভিযোগ করেছে এবং এখনও অভিযোগ করছে। 

বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে একটি বৈঠকে তিনি আরও বলেন, কিন্তু আমরা ইকোমধ্যেই এর উত্তর দিয়ে দিয়েছি।  একটি বেসরকারি কোম্পানির কাছ থেকে তারা ড্রোন কিনেছে। এবং ওই ড্রোন বিক্রি ইউক্রেন যুদ্ধের অনেক আগেই হয়েছে।