একজন অভিনেতা হিসেবে জিয়াউল ফারুক অপূর্বর যোগ্যতা প্রশ্নাতীত। বিগত সময়ে তিনি নানা ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবে এবারের ঈদে এই অভিনেতা সত্যি সত্যি অভিনেতা হিসেবে একটি বিশেষ পরীক্ষায় শামিল হলেন।
অভিনেতা হিসেবে তিনি কতটা সফল হয়েছেন, সেটি জানার জন্য দেখতে হবে পুরো আয়োজনটি। যাতে যুক্ত আছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। ঈদ উপলক্ষে এই দুইজনকে নিয়ে সম্প্রতি বিশেষ একটি নাটক নির্মিত হয়েছে।
রাজীব আহমেদের রচনায় ‘মিস্টার অভিনেতা’নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। কিছুদিন আগে নাটকটির শুটিংও শেষ হয়েছে।
এ প্রসঙ্গে পরিচালক জানান, রাস্তায় প্রচণ্ড মারামারির মধ্যে পড়ে যায় মিশাক। দৌড়ে এক বাসায় আশ্রয় নেয়ার চেষ্টা করতে থাকে। দরজা খুলে বাসার ভদ্র মহিলা আশ্রয় দিতে চাইলেও তার মেয়ে মিলি আশ্রয় দিতে চায় না। এদিকে মাথায় ব্যথা পেয়ে অজ্ঞান হয়ে যায় মিশাক।
জ্ঞান ফিরলে দেখে সে স্মৃতিশক্তি হারিয়েছে। অবশেষে সেই বাসাতেই আশ্রয় পায় মিশাক। তারপরও মিলি চায়না ছেলেটি সেখানে থাকুক। এভাবেই নানা ঘটনায় এগিয়ে যায় নাটকটির গল্প।
এতে মিশাক চরিত্রে অপূর্ব আর মিলি চরিত্রে মেহজাবীন। সিএমভির প্রযোজনায় নির্মিত নাটকটি আগামী ১৫ রোজার পর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।