ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ |

EN

সেই ঢাবি ছাত্রকে হলছাড়া করল ছাত্রলীগ, পরে ওঠাল প্রশাসন

নিজস্ব প্রতিবেদক | আপডেট: মঙ্গলবার, এপ্রিল ৫, ২০২২

সেই ঢাবি ছাত্রকে হলছাড়া করল ছাত্রলীগ, পরে ওঠাল প্রশাসন

সলিমুল্লাহ মুসলিম (এস এম) হল। ফাইল ছবি

ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় ‘নির্যাতনের শিকার’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র রাজিমুল হক ওরফে রাকিবকে সোমবার সন্ধ্যায় ছাত্রলীগ কর্মীরা হল থেকে বের করে দেন। পরে রাতেই প্রশাসনের উদ্যোগে ওই ছাত্রকে আবার হলে তোলা হয়েছে।

রাজিমুল বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের আবাসিক শিক্ষার্থী। এর আগে হল শাখা ছাত্রলীগ সভাপতি তানভীর সিকদারের বিরুদ্ধে রাজিমুলকে নির্যাতনের অভিযোগ উঠেছিল।

ভুক্তভোগী রাজিমুল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র। তাঁর অভিযোগ, গত শুক্রবার তানভীর সিকদার তাঁকে নিজের কক্ষে ডেকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। ঘটনাটি সাংবাদিকদের জানানোয় তাঁকে হুমকি-ধমকি দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল ছাত্রলীগ কর্মী তাঁর কক্ষে গিয়ে মারমুখী আচরণ করেন। তাঁর জিনিসপত্র কক্ষ থেকে বের করে হলের মূল ফটকের বাইরে রেখে দেন তাঁরা। একপর্যায়ে তাঁকেও হল থেকে বের করে দেওয়া হয়।

পরে প্রশাসন তাঁকে আবার হলে তুলেছে জানিয়ে রাজিমুল বলেন, ‘বেলা তিনটার দিকে আমি হল প্রাধ্যক্ষের সঙ্গে দেখা করেছিলাম। তখন তিনি আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। সন্ধ্যায় হল থেকে বের করে দেওয়ার পর প্রাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করি। রাত ১১টার পরে হল প্রশাসনের উদ্যোগে হলে ফিরে এসেছি।’

এ বিষয়ে জানতে চাইলে সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ মো. মজিবুর রহমান সোমবার রাতে প্রথম আলোকে বলেন, ‘আমি ওই ছাত্রকে দায়িত্ব নিয়ে হলে তোলার ব্যবস্থা করেছি।’

অন্যদিকে অভিযোগের বিষয়ে সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদার বলেন, রাজিমুলকে কে বা কারা হল থেকে বের করে দিয়েছেন, তা তিনি জানেন না।

বৃহস্পতিবার কবি জসীমউদ্‌দীন হলে ছাত্রলীগের একটি কর্মসূচি ছিল। সেখানে না যাওয়ায় শুক্রবার রাতে তাঁকে তানভীর সিকদারের কক্ষে ডেকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন রাজিমুল। এ ঘটনা নিয়ে রোববার রাতে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

তবে রাকিবকে মারধরের অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা তানভীর সিকদার। তাঁর ভাষ্য, তাঁকে শুধু কর্মসূচিতে থাকতে বলেছেন। কোনো মারধর করা হয়নি। রাজিমুল তাঁর ‘স্নেহের ছোট ভাই’।

সুত্র: প্রথম আলো