ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

উপাধি ত্যাগ করলেন জর্ডানের প্রিন্স হামজাহ

বিশ্ব বাংলা ডেস্ক | আপডেট: সোমবার, এপ্রিল ৪, ২০২২

উপাধি ত্যাগ করলেন জর্ডানের প্রিন্স হামজাহ
জর্ডানের প্রয়াত বাদশাহ হুসেনের চতুর্থ পুত্র হামজাহ বিন হুসেন প্রিন্স উপাধি ত্যাগ করেছেন।

তিনি দেশটির বর্তমান ক্ষমতাসীন বাদশাহ আবদুল্লাহর সৎ ভাই। দেশটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা এবং হয়রানির অভিযোগ আনার পর গত বছর রাজপুত্র হামজাহকে গৃহবন্দি করা হয়। খবর বিবিসির।

মার্চে হামজাহর সই করা একটি চিঠি প্রকাশ করে জর্ডান। এতে বলা হয়, তিনি তার সৎভাই বাদশাহ আবদুল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

জর্ডানের সিংহাসনের সাবেক উত্তরাধিকারী প্রিন্স হামজাহ বিন হুসেন জানিয়েছেন তিনি তার প্রিন্স উপাধি ত্যাগ করছেন।

রোববার টুইটারে প্রকাশ করা এক বিবৃতিতে হামজাহ বলেন, ‘আল্লাহ এবং বিবেকের কাছে সৎ থাকতে আমি প্রিন্স উপাধি ত্যাগ করা ছাড়া কোনো উপায় দেখছি না।’ যতদিন বেঁচে থাকবেন ততদিন জর্ডানের প্রতি অনুগত হয়ে থাকবেন বলেও জানান তিনি।