Can't found in the image content. এসেকে সিনহার বিরুদ্ধে দুদকের অর্থ পাচার মামলা | ফ্রিডম বাংলা নিউজ
ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪ |

EN

এসেকে সিনহার বিরুদ্ধে দুদকের অর্থ পাচার মামলা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২

এসেকে সিনহার বিরুদ্ধে দুদকের অর্থ পাচার মামলা

সুরেন্দ্র কুমার সিনহা। ফাইল ছবি

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক গুলশান আরা প্রধান বাদী হয়ে সংস্থার সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। দুপুরে এক সংবাদ সম্মেলনে দুদকের সচিব মাহবুব হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

সংবাদ সম্মেলনে দুদক সচিব জানান, দেশে থাকার সময় এসকে সিনহা নানাভাবে অবৈধভাবে উপার্জিত অর্থ হস্তান্তর-রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার করেন। পাচার করা এই টাকার পরিমাণ ২ লাখ ৮০ হাজার ডলার। পাচার করা এই অর্থ দিয়ে সিনহা যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি তিল তলা বাড়ি কিনেছেন। আপন ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে এসকে সিনহা বাড়িটি কিনেছেন বলেও জানান মাহবুব।