রাশিয়ার হামলায় ইউক্রেনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বন্দর শহর মারিউপোল।
মারিউপোলের নিয়ন্ত্রণ নিতে শহরটিকে প্রায় ধ্বংসই করে দিয়েছে রুশ সেনারা।
রাশিয়ার অব্যহত হামলার কারণে মারিউপোল ছাড়তে পারেননি অনেক বাসিন্দা। তারা এখন সেখানে আটকে আছেন।
কিন্তু খাবার ও প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে মারিউপোলের বাসিন্দারা এখন মানবেতর জীবন যাপন করছেন।
আর এসব বিবেচনা করে ফ্রান্স, তুরস্ক, গ্রিস ও বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে প্রস্তাব দিয়েছেন, মারিউপোল শহরটি পুরোপুরি খালি করে ফেলার সুযোগ দিতে। যে সকল বাসিন্দা শহরটি ছাড়তে চান তাদের বের হওয়ার সুযোগ দিতে।
আর এমন প্রস্তাবের জবাবে পুতিন জানিয়েছেন, তিনি বিষয়টি ভেবে দেখবেন।
ফ্রান্সের এলিসি প্যালেসের বরাত দিয়ে গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার ফ্রান্সের স্থানীয় সময় রাতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
ম্যাক্রোঁর কাছেই পুতিন জানান, মারিউপোল পুরোপুরি খালি করে দেওয়ার বিষয়টি ভেবে দেখবেন তিনি।
তাছাড়া পুতিনের কাছে ম্যাক্রোঁ অনুরোধ করেন তিনি যেন মারিউপোলে হামলা চালানো ও গোলাবর্ষণ বন্ধ করে দেন।
ম্যাক্রোঁর এ প্রস্তাবের জবাবে পুতিন সরাসরি জানান, মারিউপোলকে আগে আত্মসমর্পণ করতে হবে, শহরটিতে যে সব উগ্র জাতীয়তাবাদীরা রয়েছে তাদের অস্ত্র ফেলে দিতে হবে। এরপর রাশিয়া গোলাবর্ষণ বন্ধ করবে।
সূত্র: বিবিসি