ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বার বার বলে আসছেন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে চান। পুতিনের সঙ্গে তিনি আলোচনায় বসতে চান।
তবে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, এ মূহুর্তে জেলেনস্কির সঙ্গে পুতিনের কোনো বৈঠক হওয়া সম্ভব নয়। কারণ তারা এখন যে লক্ষ্য নিয়ে আগাচ্ছে এটি তার বিপরীত হবে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে জানিয়েছেন, যখন রাশিয়া ও ইউক্রেন প্রধান বিষয়গুলো নিয়ে সমঝোতায় পৌঁছাবে তখনই দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হওয়া উচিত।
এদিকে রোববার রাশিয়ার একটি সংবাদ মাধ্যমের সঙ্গে দেওয়া সাক্ষাতকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেন নিরপেক্ষ থাকার ব্যাপারে রাজি আছে।
ইউক্রেন নিরেপক্ষ থাকা মানে তারা কখনো কোনো সময় কোনো সামরিক জোটে বিশেষ করে ন্যাটোতে যোগ দিতে পারবে না।
রাশিয়া ইউক্রেনে হামলা করার আগে বার বার হুশিয়ারি দিয়েছিল, ইউক্রেন যেন কথা দেয় তারা ন্যাটোতে যোগ দেবে না।
কারণ ন্যাটোতে ইউক্রেনে যোগ দেওয়াকে নিজেদের নিরাপত্তার হুমকি মনে করে রাশিয়া।
সূত্র: বিবিসি