ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

খাগড়াছড়ি- মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ১৬, ২০২২

খাগড়াছড়ি- মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ আট দফা পূরণের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখা নেতৃবৃন্দরা।

আজ সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক মো. আমজাদ হোসেন চৌধুরী,  সদস্য সচিব মো. রেজাউল করিমসহ আরো অনেকে। এ সময় তারা বলেন, দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষক কর্মচারী এখনো বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত বেসকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের পাশাপাশি আট দফা দবী বাস্তাবায়নেরও দাবী জানান শিক্ষক নেতারা।পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের হাতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকরিপি প্রদান করেন সংগঠনের নেতারা।