ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ১, ২০২৪ |

EN

রোহিতকে তুলে নিয়ে ব্রেকথ্রু এনে দিলেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক | আপডেট: শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩

রোহিতকে তুলে নিয়ে ব্রেকথ্রু এনে দিলেন হাসান মাহমুদ
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দারুণ শুরু করেও শেষটা ভালো হলো না বাংলাদেশের। মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভারতকে তিনশ রানেরও টার্গেট দেওয়া সম্ভব হলো না। পুনেতে বাংলাদেশ থেমেছে ৮ উইকেটে ২৫৬ রানে। জবাবে ব্যাট করছে ভারত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ১১৫ রান। শুভমান গিল ৪৪ ও বিরাট কোহলি ২১ রানে ক্রিজে আছেন। ৪০ বলে ৪৮ রানের ইনিংস খেলা রোহিত শর্মাকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দিয়েছেন হাসান মাহমুদ।
  
১৬ বছর পর সাকিব আল হাসানকে ছাড়া বিশ্বকাপ ম্যাচ খেলতো নেমেছে বাংলাদেশ। পুনেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ। অনেকদিন পর ওপেনিং জুটির দারুণ শুরু। শুরুটা ধীরস্থির লিটন দাস ও তানজিদ হাসান তামিমের। তবে উইকেটে সেট হয়ে রানের গতি বাড়ান দুই ব্যাটসম্যানই। দলের ৫০ রান আসে ৫৬ বলে। মাত্র ৪১ বলে পাঁচ বাউন্ডারি তিন ছক্কায় আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম হাফসেঞ্চুরি তুলে নেন তানজিদ তামিম। 

ভারতের বিপক্ষে বরাবরই জ্বলে ওঠে লিটনের ব্যাট। এই ম্যাচেও পেয়েছেন অর্ধশতক। দলের ৯৩ রানে সাঁজঘরে ফেরেন তানজিদ তামিম। এরপরই ছন্দ পতন। একে একে সাঁজঘরে ফেরেন শান্ত, মিরাজ, লিটন দাস। লিটনের ব্যাট থেকে এসেছে ইনিংস সর্বোচ্চ ৬৬ রান। ৩৫ বল খেলে তাওহিদ হৃদয় করেছেন মাত্র ১৬ রান। 

মুশফিকের ব্যাটে ছিলো আস্থা। তবে ৩৮ করে জাদেজার দারুণ এক ক্যাচে সাঁজঘরে ফেরেন তিনি। শেষদিকে আরো একবার মাহমুদউল্লাহ রিয়াদের একার লড়াই। টেলএন্ডারদের নিয়ে স্কোরবোর্ডে রান বাড়ানোর চেষ্টা। ৩৬ বলে দুই ছক্কায় নামের পাশে ৪৬। বুমরাহর দারুণ ইয়র্কারে হাফসেঞ্চুরি থেকে বঞ্চিত সাইলেন্ট কিলার। বাংলাদেশ থামে ৮ উইকেটে ২৫৬ রানে।