ফ্রিডম বাংলা নিউজ

রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ |

EN

আগলে রাখার আরেক নামই হচ্ছে বাবা

কলাম ডেস্ক | আপডেট: রবিবার, জুন ১৮, ২০২৩

আগলে রাখার আরেক নামই হচ্ছে বাবা
আব্বু তোমাকে নিয়ে কোনদিন কিছু লিখা বা বলার সুযোগ হয়ে উঠেনি... আজকেই এই প্রথম তোমাকে নিয়ে লেখা...

প্রায়শই যখন বন্ধু বান্ধবের কাছ থেকে যখন শুনতে হয়, তোমার আব্বা তোমারে যে পরিমাণে কেয়ার করে... অবিশ্বাস্য। আর আমাদের দেখ, আমার আব্বা কোন দিন জিজ্ঞেস করে না, আমি কি করতেছি বা কিভাবে চলতেছি... সত্যিই “তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা"

ওইতো সেদিন যখন ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম, তখন তোমাকে ছাড়া আর কাউকে দেখেনি পাশে বসে মাথায় হাত রেখে বলতে, “চিন্তা করিস না আমি আছি তো।"

গ্রামের ৯৯.৯% লোক যেখানে তাদের সন্তান দের স্কুল কলেজে পড়াশোনা করানোর পরিবর্তে কাজে পাঠায় সেখানে তুমি তার উল্টো।

বাড়িতে যখন কোন বিষয় নিয়ে তর্কবিতর্ক চলে তখনো তুমি ঠিক আমার পাশে এসে দাঁড়াও, তর্কবিতর্কের ভিত্তি মজবুত করে দেও।

তুমি আমার একমাত্র বট বৃক্ষ, তোমাকে হারাতে চাই না।

মহান আল্লাহ পাকের কাছে তোমার জন্য মন থেকে দোয়া করি তোমাকে যেন নেক হায়াৎ দান করেন। 
হয়তো এখন তুমি মাথায় হাত রেখে আছ বলে, আজও আমি নির্ভরশীল ভাবে হাটঁতে পারতেছি।
সত্যি বাবা তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু আজও বলা হয়ে উঠেনি। 

বয়স তো কবেই ১৬ গন্ডি পেরিয়ে এসেছি কিন্তু এখনো তোমার পাশাপাশি চলতে পারিনি।
দোয়া করো বাবা তোমার স্বপ্ন পূরণ করে, বিশ্বাস রেখে চলতে পারি।

খাবারের টেবিলে যখন বসে তুমি উপদেশ গুলো দেও তখন ভেতরে ভেতরে বিরক্তি বোধ করলেও বাস্তবিক অর্থে তোমাকে ছাড়া কাউকে পাইনি জীবনে চলার মতো  দিকনির্দেশনা দেওয়ার জন্য...

☞ কখনও কাউকে ছোট করে দেখবা না, নইলে তুমি ছোট হয়ে যাবে।

☞ জুতো সেলাই করলে পা বাড়িয়ে দিয়ো না, বরং জুতোটা নিজে একবার মুছে দিয়ো।। জুতো কিনতে গেলে নিজেই ট্রাইল দিয়ো।

☞ কখনও কামলা, কাজের লোক, বুয়া বলে ডেকো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই-বোন ,মা -বাবা, তাদের ভাই আপা বলে ডেকো।

☞প ড়াশুনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারও ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।

☞ কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেয়ো না, সে লজ্জা পেতে পারে।

☞ সবসময় দেওয়ার চেষ্টা করবা,  মনে রাখবা প্রদান কারির হাত সর্বদা উপরেই থাকে।

☞ এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল উঠে।

☞ ছেলে হয়ে জন্মাইছো, দায়িত্ব এড়িয়ে যেয়ো না।

☞ তোমার কি আছে তোমার গায়ে লিখা নেই, কিন্তু তোমার ব্যবহারে আছে।

☞ কখনও মা কে শুনে বউকে এবং বউকে শুনে মাকে বিচারে কাঠগড়ায় দাড় করিও না। কাউকে ফেলতে পারবে না।
☞ যখন রাস্তায় হাটবে দেখে হাটবে, কেউ পড়ে গেলো কি না দেখবা।

☞ কারও বাসায় নিমন্ত্রন খেতে গেলেও বাসায় এক মুঠো ভাত খেয়ে যাবে। যাতে কারও বাড়ির ভাতের অপেক্ষায় না থাকতে হয়।

☞ কারও বাসার খাবার নিয়ে সমালোচনা করবে না, কেও খাবার অস্বাদ করার চেষ্টা করেনা। 

☞ বড়দের মাঝে তোমার চেয়ারটা বরাদ্দ নেই, আছে ছোটদের মাঝে।

☞ বড় হবার নয়, মানুষ হবার চেষ্টা করবা। তবেই বড় হবা।

☞ শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিয়ো যাতে তার মেয়েকে তোমার বাড়ি পাঠানোর জন্য উতলা থাকে।

☞ বাইক কখনও জোরে চালিও না, তাতে তোমার কলিজার কাপুনি বেড়ে যেতে না পারে রাস্তার পাশে থাকা মানুষটার কাপুনি বেড়ে যেতে পারে।

☞ সৎ পথে চলবে সৎ উপার্জন করবে এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে সব সময়।

আব্বু তোমাকে নিয়ে লেখা শুরু করলে লেখা শেষ হবে না।
আমি এইজীবনেও লিখে শেষ করতে পারবো না!
লেখক :নাহিদুল ইসলাম আবু জাহিদ