ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

আমরা ভারত-পাকিস্তান ফাইনাল চাই না: বাটলার

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, নভেম্বর ৯, ২০২২

আমরা ভারত-পাকিস্তান ফাইনাল চাই না: বাটলার
পাকিস্তান-ভারত সেমিফাইনালে ওঠায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে অনেকে বিশ্বকাপের ফাইনালে দেখছেন। অনেক সাবেক ক্রিকেটার তো মুখিয়ে আছেন সেই মাহেন্দ্রক্ষণের। তবে ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারের চাওয়া কিন্তু ভিন্ন। তিনি সাফ বলেছেন, কোনওভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফাইনাল হতে দিতে চান না তারা।

দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ভারতের প্রতিপক্ষ। কঠিন এই লড়াইয়েই ভারতের অগ্রযাত্রা থামাতে মরিয়া ইংলিশ দল। বাটলার বলেছেন, ‘আমরা ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই না। ওদের চাওয়ায় জল ঢেলে দিতে চাই।’

ভারতের বিপক্ষে জয়ের আশাবাদ শুনিয়ে বাটলার বলেছেন, ‘সেমিফাইনালে খেলতে পেরে রোমাঞ্চ অনুভব করছি। আমরা জানি, যেভাবে খেলে আসছি তাতে আমাদের জয়ের সম্ভাবনা বেশি। আমরা শুধু নিজেদের পরিকল্পনাতে টিকে থাকতে চাই।’

অবশ্য ইংল্যান্ডের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন ভারতের মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব। জয় পেতে দুর্ধর্ষ ফর্মে থাকা এই ব্যাটারকে আটকাতেই হবে। বাটলারও জানিয়েছেন, ‘ও যেমন ছন্দে আছে, দেখতেও দারুণ লাগে। তার ভাণ্ডারে অনেক শট। তবে এটা ভুলে গেলে চলবে না ওকে আউট করতে একটি ডেলিভারিই যথেষ্ট। আমরা সেই সেটি করতেই অপেক্ষায় থাকবো।’