ফ্রিডম বাংলা নিউজ

শনিবার, এপ্রিল ২০, ২০২৪ |

EN

কালকিনিতে পূজা মন্ডপে সি.সি ক্যামেরা স্থাপনের দাবী

শিবচর উপজেলা প্রতিনিধি | আপডেট: সোমবার, সেপ্টেম্বর ১৯, ২০২২

কালকিনিতে পূজা মন্ডপে সি.সি ক্যামেরা স্থাপনের দাবী
আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপনে শান্তি শৃক্সখলা বজায় রাখতে মাদারীপুরের কালকিনি উপজেলার সকল পূজা মন্ডপে সি.সি ক্যামেরা স্থাপনের দাবী করেছেন স্থানীয় প্রশাসন। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় ও মাসিক আইন শৃক্সখলা বিষয়ক সভায় পূজা উদযাপন পরিষদের কাছে মন্ডপে-মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনের দাবী করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। এসময় উপস্তিত ছিলেন পৌর মেয়র এসএম হানিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান আরিফা আক্তার বিথী, কালকিনি থানার ওসি মোঃ শামীম হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিপদ দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ গৌরাঙ্গ চন্দ্র পাল, সাধারন সম্পাদক সন্তোষ কুমার বল প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যকালে উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহা বলেন, আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপনে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা, মন্দিরভিত্তিক সেচ্ছাসেবক দল গঠন, আনসার-ভিডিপি ও পুলিশ নিয়োজিত রাখতে সকলকে অনুরোধ যানান। 

আগামী ১ অক্টোবর থেকে হিন্দু ধর্মালম্বীদের সবচেয় বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আর এবার উপজেলায় ২২টি মন্ডপে শারদীয় দুর্গা পূজার প্রতিমা শোভা পাবে।