ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, জুলাই ৫, ২০২৪ |

EN

টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান করে ব্যাটার বুমরাহর বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক | আপডেট: শনিবার, জুলাই ২, ২০২২

টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান করে ব্যাটার বুমরাহর বিশ্ব রেকর্ড

ছবি: সংগৃহীত

আগের ২৯ টেস্টের ৪৪ ইনিংসে ব্যাট করেও গড়টা ৭ পর্যন্ত নিতে পারেননি জাসপ্রিত বুমরাহ। তাই ব্যাটার হিসেবে এই ভারতের ডানহাতি পেসারকে ভরসা করার কোনো কারণই নেই। অথচ ক্রিকেটপ্রেমীদের অবাক করে দিয়ে ব্যাট হাতে একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন তিনি! ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডকে বেধড়ক পিটিয়ে এক ওভারেই তিনি তুললেন ২৯ রান। অতিরিক্ত মিলিয়ে সবমিলিয়ে ওই ওভার থেকে এলো ৩৫ রান!

শনিবার বার্মিংহামের এজবাস্টনে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনে ঘটেছে এই ঘটনা। টেস্টে কোনো ব্যাটারের এক ওভারে সবচেয়ে বেশি রান তোলার আগের কীর্তি ছিল তিন জনের দখলে। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার সাবেক তারকা জর্জ বেইলি ও দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ। তারা আদায় করে নিয়েছিলেন ২৮ রান করে। এবার তাদের সবাইকে টপকে শীর্ষে উঠে গেলেন বুমরাহ।