ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

১ সেপ্টেম্বর থেকে যে ৩ রুটে চলবে নগর পরিবহন

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: বুধবার, জুন ২২, ২০২২

১ সেপ্টেম্বর থেকে যে ৩ রুটে চলবে নগর পরিবহন
বাস রুট রেশনালাইজেশন কমিটি (বিআরসিসি) ১ সেপ্টেম্বর থেকে আরও ৩টি নতুন রুটে ২০০টি বাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার দুপুরে (২১ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস সভা শেষে সাংবাদিকদের বলেন, যাত্রীছাউনি, বাসসহ নতুন তিনটি যাত্রাপথের যেসব অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন, ৩০ জুলাইয়ের মধ্যে তা সম্পন্ন করা হবে এবং আমরা তা চালু করব ১ সেপ্টেম্বর।

নতুন ৩টি নতুন রুট হলো-

ঘাটারচর (কেরানীগঞ্জ) থেকে ভুলতা (নারায়ণগঞ্জ) হয়ে ফার্মগেট; ঘাটারচর থেকে মেঘনা ঘাট (কাঁচপুর) হয়ে বসিলা (মোহাম্মদপুর) এবং সায়েন্স ল্যাব; ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ।

বাস রুট রেশনালাইজেশন কমিটির সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও সভায় ছিলেন। এ সময় সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, রাজউকের চেয়ারম্যান আনিছুর রহমান এবং বিআরটিএ, ডিটিসিএ, ডিএমপিসহ রেশনালাইজেশন কমিটির অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর মোহাম্মদপুরে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম উদ্বোধন করা হয়।