ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

ঢাকায় পা রাখল নিউজিল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক | আপডেট: মঙ্গলবার, আগস্ট ২৪, ২০২১

ঢাকায় পা রাখল নিউজিল্যান্ড দল

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আজ মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর ১২টা মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে টম লাথামরা।

 

বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠবে নিউজিল্যান্ড দল। সেখানে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন করতে পারবে সফরকারীরা। তার আগে করোনা টেস্টে সকল ক্রিকেটারকে নেগেটিভ হতে হবে।

 

গত ২০ আগস্ট বাংলাদেশে এসেছেন ফিন অ্যালেন কলিন ডি গ্র্যান্ডহোম। ইংল্যান্ডের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেড শেষে কোয়ারেন্টাইন জটিলতা এড়াতে সরাসরি ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের এই দুই ক্রিকেটার। তারাও হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছেন।

 

নিজেদের বাড়িতে তিন দিনের কোয়ারেন্টাইন শেষে আজ বাংলাদেশ দলের সদস্যরাও হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠছেন। নিউজিল্যান্ডের মতো তিন দিনের হোটেল কোয়ারেন্টাইনের পর অনুশীলনে নামবেন মাহমুদউল্লাহ রিয়াদরাও। যুক্তরাষ্ট্র থেকে আগামীকাল দেশে ফিরছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

 

প্রথম টি-টোয়েন্টিতে আগামী সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে , , ১০ সেপ্টেম্বর। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিবারাত্রির সবগুলো ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল ৪টায়।

 

অস্ট্রেলিয়া সিরিজের মতো এবারের কোভিড প্রটোকলে এত কড়াকড়ি থাকছে না। ঝুঁকি এড়াতে আগামী ২৯ আগস্ট বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপিতে অনুষ্ঠেয় সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে না নিউজিল্যান্ড।

 

নিউজিল্যান্ড স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ারস, উইল ইয়ং, ব্লেয়ার টিকনার।