ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ |

EN

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ১৬, ২০২২

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা
২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে ২৭টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেয়া হয়।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলাম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় কারা পেলেন এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পাচ্ছে গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ ও চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’।

সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন সিয়াম আহমেদ (বিশ্বসুন্দরী), আর সেরা অভিনেত্রী হয়েছেন দীপান্বিতা মার্টিন (গোর)। আজীবন সম্মাননা পাচ্ছেন আনোয়ারা ও রাইসুল ইসলাম আসাদ।

সেরা গায়কের পুরস্কার পাচ্ছেন ইমরান। সেরা গায়িকা হয়েছেন যৌথভাবে দিলশান নাহার কনা ও সোমনূর মনির কোনাল।

মোট ১১টি ক্যাটাগরিতে পুরস্কার পেয়ে রেকর্ড সৃষ্টি করেছে ‘গোর’ চলচ্চিত্র।