ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ |

EN

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ডিপজল

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ১৪, ২০২২

পদত্যাগের গুঞ্জন উড়িয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন ডিপজল
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দুই সপ্তাহ পার হলেও এখনো সাধারণ সম্পাদক পদটি নিয়ে জটিলতা শেষ হয়নি। আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে শুনানি এক দিন পিছিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) নির্ধারণ করেছেন আদালত। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে– কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। 

এরই মধ্যে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে জয়ী অভিনেত্রী রোজিনা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এরপর নির্বাচিত সহ-সভাপতি রুবেলও পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি এখনো পদত্যাগ না করলেও এই পদে কাঞ্চন-নিপুণ প্যানেলের পরাজিত প্রার্থী রিয়াজকে দেখতে চান। একইভাবে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত মুভিলর্ড-খ্যাত মনোয়ার হোসেন ডিপজল পদত্যাগ করছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে। 

বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেতা। পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আমি কেন পদত্যাগ করব? আমার পদত্যাগ করার কোনো কারণ নেই। শিল্পীরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের পাশে থাকার জন্য। আমি তাদের ছেড়ে যাব কেন? আমি সবসময়ই তাদের সঙ্গে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকব।’

ডিপজল আরও বলেন, ‘এখন পদত্যাগের এক ধরনের গুজব চলছে। তবে আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমি পদত্যাগ করছি না। একই পরিবারে সমস্যা থাকতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সমস্যার সমাধানও হয়ে যায়। আমি মনে করি, সমিতির সব সদস্য একসঙ্গে আছে। তারা আমাকে ও অন্যদের ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদের স্বার্থ দেখার জন্য, পদত্যাগ করার জন্য নয়।’