ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ |

EN

এইচএসসিতে কী ফলাফল করলেন দীঘি?

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ১৪, ২০২২

এইচএসসিতে কী ফলাফল করলেন দীঘি?
শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন দিঘী। কাজী হায়াতের কাবুলিওয়ালা চলচ্চিত্রে অভিনয় তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয়। এরপর চাচ্চু, দাদীমা, এক টাকার বউ চলচ্চিত্রগুলো তাকে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে দিয়েছে। মাঝখানে অনেক দিন চলচ্চিত্র থেকে দূরে ছিল দীঘি। সেই ছোট্ট দীঘি এখন চলচ্চিত্রের নায়িকা।

এদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ(১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফল ঘোষণা করা হয়। এ সময় গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বিকভাবে পাশের হার ৯৫.২৬।

এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।  রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৩.৭৫ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই নায়িকা।

এর আগে, এইচএসসির ফলাফল প্রসঙ্গে দীঘি জানিয়েছিলেন, ‘আমি এর আগে কোনও পরীক্ষায় জিপিএ-৫ পাইনি। আমি তেমন ছাত্রী নই।’