ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, অক্টোবর ২১, ২০২৪ |

EN

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে, কুজেন্দ্রে লাল ত্রিপুরা এমপি

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১০, ২০২২

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানতে হবে, কুজেন্দ্রে লাল ত্রিপুরা এমপি
খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলায় ১ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বুধবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মাটিরাঙ্গা কর্তৃক বাস্তবায়নে নব-নির্মিত মাটিরাঙ্গা উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। আমাদের সন্তান প্রকৃত মানুষ ও সু-নাগরিক হিসেবে যেন গড়ে উঠে এবং মুক্তি যোদ্ধের চেতনায় দৃঢ় প্রত্যয় নিয়ে অভিভাবকদের শপথ নিয়ে ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, সদস্য হিরনজয় ত্রিপুরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, মাটিরাঙ্গা উপজেলার চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃণা দেবী, মাটিরাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।