ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, অক্টোবর ২১, ২০২৪ |

EN

খাগড়াছড়িতে শারিরীক প্রতিবন্ধিদের সেবায় মোবাইল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মো. মাইন উদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি | আপডেট: বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ১০, ২০২২

খাগড়াছড়িতে শারিরীক প্রতিবন্ধিদের সেবায় মোবাইল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেড ত্রিসেন্ট সোসাইটির স্বাল্য বিভাগ এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটি যৌথ উদ্যোগে খাগড়াছড়িতে শারিরীক প্রতিবন্ধিদের সেবায় মোবাইল ক্যাম্প কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি জেলা ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সাভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প কার্যক্রম উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। 

খাগড়াছড়ি রেডক্রিসেন্ট সোসাইটির ইউনিট অফিসে অনুষ্ঠিত ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মো. শানে আলম, ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কেন্দ্রের সহকারী পরিচালক রোকেয়া বেগম, ফিজিওথেরাপিস্ট কাজী ইমদাদুল হকসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।