ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, অক্টোবর ২১, ২০২৪ |

EN

অস্ত্র দিয়ে ফাঁসিয়ে যুবলীগ নেতাকে মারধরের ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ৯, ২০২২

অস্ত্র দিয়ে ফাঁসিয়ে যুবলীগ নেতাকে মারধরের ঘটনায় মামলা
চট্টগ্রামের সাতকানিয়ায় ভোটের আগের রাতে দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথীকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় খাগরিয়ার বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দিনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৩০ থেকে ৪০ জনকে।

মঙ্গলবার মারধরের শিকার যুবলীগ নেতা বাদী হয়ে থানায় মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন- খাগরিয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দীন, চর খাগরিয়ার মো. আলীর ছেলে দিদারুল ইসলাম (৩৫), একই এলাকার মৃত শফর মুল্লুকের ছেলে জরিপ আলী (৫২),  মৃত ইসহাক মিয়ার ছেলে মো. আবুল কাশেম (২৮), শামসুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (৫২), আব্দুর গফুরের ছেলে মো. নাছির উদ্দীন (৩৫), মাহবুবুল আলম, মো. আবুল হাশেম, মো. শফি সিকদার ও মো. ওসমান।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগের রাতে খাগরিয়ার ভোরবাজার হাইস্কুলের পাশে জেঠাতো বোনের শ্রাদ্ধ অনুষ্ঠানে যাওয়ার পথে ওতপেতে থাকা বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দীন ও তার সাঙ্গোপাঙ্গরা অস্ত্রের মুখে গাড়ি থেকে টানাহেঁচড়া করে নামিয়ে আনে। এরপর বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দীন ধারালো কিরিচ দিয়ে তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে অন্যরা লোহার রড, ছুরি দিয়ে গাড়ির ড্রাইভারসহ অন্যদের গুরুতর আঘাত করে। সবাই মিলে এভাবে দেড় ঘণ্টা পর্যন্ত তাদের মারধর করে।

একপর্যায়ে বিদ্রোহী প্রার্থীর নির্দেশে তার সাঙ্গোপাঙ্গরা তাকে গলাচেপে হত্যার চেষ্টা করে সঙ্গে থাকা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশের টহল টিম বিদ্রোহী প্রার্থী জসিম উদ্দীনের বাড়ি থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। উদ্ধারের সময় বিদ্রোহী প্রার্থী ও তার সাঙ্গোপাঙ্গরা অস্ত্রটি তার কাছে পাওয়া গেছে বলে পুলিশের কাছে অভিযোগ করে।

এর আগে রোববার রাত ১১টার দিকে বিদ্রোহী প্রার্থীসহ অন্যরা দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীকে মারধর করে অস্ত্রসহ ধরিয়ে দিয়ে ছবি তোলেন বলে অভিযোগ করেন তার ভাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার চৌধুরী।

সাতকানিয়া থানার ওসি আবদুল জলিল বলেন, নির্বাচনের আগের রাতে ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে গাড়ি থেকে নামিয়ে মারধর করার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।