ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, অক্টোবর ২১, ২০২৪ |

EN

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন মতিঝিল আইডিয়ালের সেই শিক্ষক

নিজস্ব প্রতিবেদক | আপডেট: সোমবার, ফেব্রুয়ারী ৭, ২০২২

নিখোঁজ নয়, আত্মগোপনে ছিলেন মতিঝিল আইডিয়ালের সেই শিক্ষক
নিখোঁজের ৫ দিন পর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হারুনুর রশীদের সন্ধান মিলেছে। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর সায়েদাবাদে তার সন্ধ্যায় পায় সবুজবাগ থানা পুলিশ।

পুলিশ বলছে, নিখোঁজ নয়, মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে তিনি আত্মগোপনে ছিলেন।

সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল বাসার জানান, গতকাল শনিবার সন্ধ্যায় হারুনুর রশীদকে সায়েদাবাদ থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আত্মগোপনে ছিলেন। তবে আত্মগোপনের বিষয়ে প্রাথমিকভাবে সুস্পষ্ট কিছু জানা যায়নি। একেক সময় একেক কথা বলেছেন তিনি।

যেহেতু তিনি আত্মগোপনে ছিলেন, তাই পারিবারিকভাবেও বিষয়টি আর এগোয়নি। ইতিমধ্যে তিনি তার পরিবারের কাছে ফিরে গেছেন।
এর আগে ৩১ জানুয়ারি বাসা থেকে বের হয়ে আর ফেরেননি শিক্ষক হারুনুর রশীদ। সাম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শেষে সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা হারুনুর রশীদ ১৯৯০ সাল থেকে মতিঝিল আইডিয়ালে শিক্ষকতা করেন। তিনি মাধ্যমিক পর্যায়ের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পড়ান। তিনি রাজধানীর মাদারটেক শাপলা কানন আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।