ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ |

EN

আর কখনও সিনেমা বানাব না: হিরো আলম

বিনোদন ডেস্ক | আপডেট: মঙ্গলবার, ফেব্রুয়ারী ১, ২০২২

আর কখনও সিনেমা বানাব না: হিরো আলম
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে প্রবেশ করতে পারেননি ইউটিউবের আলোচিত অভিনেতা হিরো আলম। ভোটার না হয়েও সেদিন এফডিসিতে এসেছিলেন তিনি। তবে প্রবেশ কার্ড না থাকায় তাকে প্রধান ফটক থেকেই ফিরিয়ে দেন নিরাপত্তারক্ষী কর্মীরা।

এতে খুবই হতাশ হয়েছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আলোচনায় আসা এ অভিনেতা। আর কখনও এফডিসিতে যাবেন না এবং আর কোনো সিনেমাই নির্মাণ করবেন না বলে মনস্থির করেছেন তিনি।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের হতাশা প্রকাশ করে লাইভে আসেন হিরো আলম।  ভক্ত-অনুরাগীদের এমন বার্তা দেন।

হতাশার সুরে হিরো আলম বলেন, ‘রোববার থেকে অনেক ভাবলাম। নিজের কাছে প্রশ্ন করলাম। তার পর সিদ্ধান্ত নিলাম, আমি আর কোনো দিন এফডিসিতে যাব না। কোনো সিনেমা নির্মাণ করব না। কারণ সুশীলসমাজ আমাকে মেনে নিতে পারেনি। আবার এফডিসির লোকজন আমাকে নিতে পারছে না। তারা একের পর এক ধিক্কার ও লাঞ্ছিত করে যাচ্ছেন আমাকে।’

তিনি বলেন, ‘আমি সিনেমাকে ভালোবাসি। আমার ব্যবসা, ইউটিউব, কনসার্ট থেকে যে টাকা আয় করি তা দিয়ে সিনেমা তৈরি করি। কিন্তু এফডিসির কিছু লোক বলছেন— আমি সিনেমাকে নষ্ট করে ফেলছি। তাই আমার সঙ্গে ভালো কোনো শিল্পীকে কাজ করতে দেওয়া হয় না। তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম কোনো সিনেমা করব না।’

এমন সিদ্ধান্ত নেওয়ার সময় হাতে পাঁচটি সিনেমা রয়েছে বলে জানালেন হিরো আলম। তবে সেসব সিনেমা শেষ করতে পারবেন কিনা তা জানা নেই তার। বললেন, ‘এ বছর এই পাঁচটি সিনেমা শেষ করতে পারব কিনা তা বলতে পারছি না। বর্তমানে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি। আশা করছি এগুলো নিয়ে জীবন পার করে দেব।’

প্রসঙ্গত, বগুড়ার ক্যাবল অপারেটর ব্যবসায়ী হিরো আলম। তার আসল নাম আশরাফুল আলম। পরে নিজেকে হিরো আলম নামে পরিচিত করেন। একাদশ জাতীয় নির্বাচনেও সংসদ সদস্য পদে লড়েছেন তিনি। বিপুল ভোটে হেরে গেলেও তখন থেকেই সবার পরিচিত মুখ হয়ে ওঠেন। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত তিনি কাজ করে যাচ্ছেন এখন। তার এসব গান, ভিডিও প্রকাশ হলেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।