ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ |

EN

ফেব্রুয়ারিতে শুটিংয়ে ফিরছেন ববি

বিনোদন ডেস্ক | আপডেট: সোমবার, জানুয়ারী ৩১, ২০২২

ফেব্রুয়ারিতে শুটিংয়ে ফিরছেন ববি
করোনার কারণে দুই বছর সব ধরনের শুটিং থেকে দূরে ছিলেন ইয়ামিন হক ববি। তবুও রেহাই পাননি করোনার হাত থেকে। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার নতুন বছরের শুরুতে কাজে ফিরেছেন ববি। পরিকল্পনা ছিল, সিনেমার শুটিং দিয়েই ক্যামেরার সামনে ফিরবেন। কিন্তু এর আগেই বিটিভির একটি অনুষ্ঠানে ক্যামেরার মুখোমুখি হয়েছেন তিনি। নুসরাত জান্নাত রুহীর উপস্থাপনায় ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানে ববি কথা বলেছেন তাঁর ক্যারিয়ার, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। শিগগিরই বিটিভিতে প্রচার হবে অনুষ্ঠানটি।

আগামী ফেব্রুয়ারি মাস শুটিং নিয়েই ব্যস্ত থাকবেন ববি। দুই সিনেমার শুটিং শুরু হবে ব্যাক টু ব্যাক। এর মধ্যে ১০ তারিখ থেকে শুরু হবে ‘ময়ূরাক্ষী’র শুটিং।
 
এর আগে রয়েছে শুটিংয়ের আনুষঙ্গিক প্রস্তুতি। সিনেমাটি পরিচালনা করবেন রাশিদ পলাশ। এতে ববির বিপরীতে থাকছেন সুদীপ বিশ্বাস। এই সিনেমায় ববি অভিনয় করবেন ঢালিউডের একজন খ্যাতিমান নায়িকার চরিত্রে। অন্যটি আল হাজেনের ‘আলপিন’। এই সিনেমায় ববি একজন সাংবাদিক। ববি বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে। নায়িকা হয়ে নামকাওয়াস্তে হাজির থাকার বিষয়টি সব সময়ই এড়িয়ে গিয়েছি। সময় বদলেছে। বিশ্বজুড়ে নারী চরিত্রগুলোর গুরুত্ব বাড়ছে। আমাদের হাতে চরিত্র বা অভিনয়ের চ্যালেঞ্জ তুলে দিতে হবে। আমরা তো ভালো চরিত্র করার জন্য মুখিয়ে থাকি।’

এত দীর্ঘ বিরতির কারণ জানতে চাইলে ববি বলেন, ‘দীর্ঘ সময় ধরে সিনেমা হলগুলো বন্ধ। যাঁরা হলের জন্য সিনেমা বানান, তাদের সময়টা এখন মন্দ। পরিস্থিতি বিবেচনায় নতুন করে সিনেমার কাজ করছেন না কেউ। তা ছাড়া, আমি নিজেও করোনায় কোনো ঝুঁকি নিতে চাইনি।’ মাধ্যম হিসেবে ওটিটি জনপ্রিয় হয়েছে। এ প্রসঙ্গে ববির ভাষ্য, ‘ওটিটি কিন্তু করোনার আগেই এসেছিল, করোনার মধ্যে বেশি ফোকাস হয়েছে। মানুষ গৃহবন্দী, তাই ওটিটিতেই সব আনন্দ খুঁজে বেড়াচ্ছে। তাই বলে যে বড় পর্দার সময় ফুরিয়ে গেছে, তা কিন্তু নয়।

ওটিটি হোক কিংবা বিনোদনের আরও যত মাধ্যমই আসুক, সিনেমার মজা সিনেমা হলেই। গান শোনা বা গাওয়ার জন্য যেমন কনসার্ট। তাই ঘরের টেলিভিশনটা যত বড় হোক না কেন, সিনেমা হলে সিনেমা দেখার আনন্দটা দর্শক মিস করতে চাইবে না। তবে তার জন্য কনটেন্ট দরকার। স্পাইডারম্যান কিংবা পুষ্পা কিন্তু মানুষ দেখেছে।’
 
শিল্পী সমিতির নির্বাচন প্রসঙ্গ উঠতেই ববি বললেন, ‘এমনিতেই আমাদের অবস্থান আগের মতো নেই। তাই শিল্পী হোক বা সিনেমাসংশ্লিষ্ট যে কেউই হোক—মূল ফোকাস হতে হবে সিনেমা। কীভাবে ভালো সিনেমা নির্মাণ হতে পারে, কী ধরনের সিনেমা নির্মাণ করা যেতে পারে—এসব নিয়েই বেশি বেশি আলোচনা হওয়া 
উচিত, পর্যালোচনা হওয়া উচিত। সিনেমা অঙ্গনকে রাজনৈতিক ক্ষেত্র বানানো উচিত না।’