ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪ |

EN

এফডিসিতে লাঞ্ছিত চিত্রনায়ক ইমন

বিনোদন ডেস্ক | আপডেট: শনিবার, জানুয়ারী ২২, ২০২২

এফডিসিতে লাঞ্ছিত চিত্রনায়ক ইমন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রচারে গিয়ে লাঞ্ছিত হয়েছেন চিত্রনায়ক মামনুন ইমন। 

ইমনের হঠাৎ এভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় এফডিসিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সিনিয়র শিল্পীদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, চলচ্চিত্র সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী মিশা সওদাগরের সঙ্গে কুশল বিনিময় করতে গেলে বহিরাগতের হাতে লাঞ্ছিত হন ইমন।

এফডিসিতে এ ঘটনা ঘটে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে।

ঘটনার বর্ণনা দিয়ে শনিবার নায়ক ইমন যুগান্তরকে বলেন, ‘শিল্পী সমিতির অফিসসংলগ্ন রাস্তায় নির্বাচনি প্রচার চালাচ্ছিলাম। সঙ্গে ছিলেন আমাদের প্যানেলের নিপুণ, রিয়াজ ভাইসহ অনেকেই। একটু দূরে মিশা সওদাগর ভাইকে দেখে তার সঙ্গে আমি কুশল বিনিময় করতে যাই। এ মুহূর্তে বিরোধী দলের সদস্য হলেও মিশা ভাইয়ের সঙ্গে খুবই আন্তরিক সম্পর্ক আমার। কারণ এ নির্বাচনের বাইরে আমরা সবাই অভিনয়শিল্পী। কিন্তু মিশাভাইয়ের সঙ্গে কথা বলতে গেলে লম্বা করে মাস্ক পরা এক বহিরাগত আমাকে ধাক্কা দেন, হাত দিয়ে সরিয়ে দেন আমাকে।  আমি হতবাক দৃষ্টিতে তাকে এমন আচরণের কারণ জিজ্ঞেস করি। তিনি আমাকে বলেন, মিশা ভাইকে সেভ করতে গিয়েছিলেন তিনি। আমি অবাক হয়ে প্রশ্ন করি, আমাকে চিনেননি আপনি? আমি ইমন। মিশা ভাইয়ের কাছের লোক আমি নাকি আপনি? এ সময় মিশা ভাই, আমাকে সরি বলেন। আমি তখন ভাইকে বলি, আপনি সরি বলছেন কেন? দোষ তো করেছে এই ব্যক্তি। তাকে সরি বলতে বলেন। মিশা ভাই তাকে সরি বলতে বললেও তিনি থামছিলেন না। ওই বহিরাগত আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। বেশ অ্যাগ্রেসিভ ছিলেন ওই ব্যক্তি। 

জেনেশুনেই ওই বহিরাগত এ কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন চিত্রনায়ক ইমন।

কে ওই বহিরাগত এমন প্রশ্নে ইমন বলেন, ‘তাকে সেভাবে চিনি না। তবে তিনি মিশা-জায়েদ প্যানেলের সমর্থক, বহিরাগত। এর আগেও তাকে মিশা-জায়েদের পক্ষে স্লোগান দিতে দেখেছি। 

এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে ইমন বলেন, ‘ঘটনার পর পরই নির্বাচন কমিশনকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আশা করছি, নির্বাচন কমিশন এর সুষ্ঠু বিচার করবে। আমরা শান্তিতে নির্বাচন করতে চাই। যে যেই প্যানেলের হোক দিন শেষে আমরা সবাই এক, আমরা শিল্পী। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ-বিরোধ নেই।

প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে শিল্পী সমিতির নির্বাচন।  এবারও নির্বাচনে লড়ছে বিদায়ী কমিটির মিশা-জায়েদ প্যানেল। এ প্যানেলে বিপরীতে লড়ছে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল।  যেখানে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করছেন ইমন।