ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

আর্জেন্টিনার বিপক্ষে বাজি ধরে ৩ কোটি ৫২ লাখ হারালেন সংগীতশিল্পী

স্পোর্টস ডেস্ক | আপডেট: বুধবার, জুলাই ১০, ২০২৪

আর্জেন্টিনার বিপক্ষে বাজি ধরে ৩ কোটি ৫২ লাখ হারালেন সংগীতশিল্পী
কোপা আমেরিকার সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা জেতায় কানাডিয়ান র‍্যাপার ড্রেকের মোটা অঙ্কের লোকসান হয়েছে।

গুরুত্বপূর্ণ যেকোনো খেলায় পক্ষে-বিপক্ষে বড় অঙ্কের বাজি ধরাটা অনেক আগেই অভ্যাস বানিয়ে ফেলেছেন কানাডার বিখ্যাত র‍্যাপার ও সংগীতশিল্পী ড্রেক।

আজ সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল কানাডা। সেই ম্যাচেও বাজি ধরেছিলেন ড্রেক। তবে তাকে মোটা অঙ্কের টাকা খোয়াতে হয়েছে।

  1. কানাডার বিখ্যাত র‍্যাপার ও সংগীতশিল্পী ড্রেক
৩৭ বছর বয়সি ড্রেক আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত। কানাডার চেয়ে শক্তি-সামর্থ্যে ঢের এগিয়েও ছিল লিওনেল মেসির দল। কোপার বর্তমান চ্যাম্পিয়ন ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে হারের সম্ভাবনা প্রবল জেনেও নিজ দেশ কানাডার ওপর আস্থা রেখেছিলেন ড্রেক।

ঝুঁকি জেনেও ধরেছিলেন ৩ লাখ মার্কিন ডলার বাজি (৩ কোটি ৫২ লাখ টাকা)। দৈবক্রমে কানাডা জিতে গেলে তিনি পেতেন ২৮ লাখ ৮০ হাজার ডলার (৩৩ কোটি ৮৭ লাখ টাকা)।

কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে আজ হুলিয়ান আলভারেজ ও মেসির গোলে কানাডাকে ২-০ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার ফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা। ফলে ড্রেকও খুইয়েছেন ৩ কোটি ৫২ লাখ টাকা।