ফ্রিডম বাংলা নিউজ

শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ |

EN

মেসিকে সুয়ারেজের ছাড়িয়ে যাওয়ার ম্যাচে মিয়ামির জয়

স্পোর্টস ডেস্ক | আপডেট: রবিবার, মে ১২, ২০২৪

মেসিকে সুয়ারেজের ছাড়িয়ে যাওয়ার ম্যাচে মিয়ামির জয়
লিওনেল মেসি পুরো ৯০ মিনিটই খেলেছেন। কিন্তু না পেয়েছেন কোনো গোল, না করেছেন কোনো অ্যাসিস্ট। তাতে কী, ইন্টার মিয়ামির একজন লুইস সুয়ারেজ আছেন না! তিনি তো গোল পেয়েছেন। মেজর লিগ সকারে রোববার মন্ট্রিয়লের বিপক্ষে গোল করে এই প্রতিযোগিতায় চলতি মৌসুমে মেসিকে গোলে ছাড়িয়ে গেছেন উরুগুয়ের স্ট্রাইকার।

সুয়ারেজের মেসিকে ছাড়িয়ে যাওয়ার দিনে ২-০ গোলে পিছিয়ে পড়েও মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচটি ৩-২ ব্যবধানে জিতেছে ইন্টার মিয়ামি। ফ্লোরিডার দলটির পক্ষে সুয়ারেজের আগে ও পরে একটি করে গোল করেছেন মাতিয়াস রোহাস ও বেঞ্জামিন ক্রিমাশ্চি।

চলতি মৌসুমে ধীরগতিতে শুরুটা যেন অভ্যাসে পরিণত করে ফেলছে মিয়ামি। মেজর লিগ সকারের আগের ম্যাচেও নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে পিছিয়ে পড়ে জিতেছিল তারা। সেই ম্যাচে ১ গোলে পিছিয়ে পড়ে জিতেছিল তারা ৬-২ ব্যবধানে। আজ ৩২ মিনিটের মধ্যে ২-০ তে পিছিয়ে পড়েন মেসি-সুয়ারেজরা।

পিছিয়ে পড়ার পরই যেন ভয়ংকর হয়ে ওঠে মিয়ামি। একের পর এক আক্রমণ করতে থাকে মন্ট্রিয়লের রক্ষণে। অবশেষে কাঙ্ক্ষিত গোল তারা পায় ৪৪ মিনিটে। বক্সের অনেক বাইরে থেকে বাঁ পায়ের ফ্রি-কিক থেকে গোলটি করেন রোহাস। সেই সময় কিছুক্ষণের জন্য মাঠের বাইরে ছিলেন মেসি।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ। এবারের মেজর লিগ সকারে এটি তার ১১তম গোল, যা মেসির চেয়ে একটি বেশি। সুয়ারেজের মেসিকে ছাড়িয়ে যাওয়া গোলের পর ৫৯ মিনিটে মিয়ামিকে জয়সূচক গোলটি এনে দেন ক্রিমাশ্চি।

এই জয়ে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মিয়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন-দুই কনফারেন্স মিলিয়েও শীর্ষে মেসি-সুয়ারেজদের দল।