ফ্রিডম বাংলা নিউজ

সোমবার, জুলাই ৮, ২০২৪ |

EN

মেডিকেলে স্থান পেয়েছে ফুলবাড়ীর ৫ মেধাবী শিক্ষার্থী

মেহেদী হাসান, ফুলবাড়ী, দিনাজপুর | আপডেট: বুধবার, ফেব্রুয়ারী ১৪, ২০২৪

মেডিকেলে স্থান পেয়েছে ফুলবাড়ীর ৫ মেধাবী শিক্ষার্থী
মেডিকেল কলেজে ভর্তি পরিক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫ মেধাবী শিক্ষার্থী।

তারা মেডিকেল কলেজে ভর্তি পরিক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়ায় আনন্দের বর্না বইছে ওই মেধাবীদের পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোসহ সহপাটিদের মাঝে।

মেধা তালিকায় স্থান পাওয়া মেধাবী শিক্ষার্থীরা হলেন, মোছা: রিফাহ্ তাসনিয়া (ঢাকা মেডিকেল কলেজ) মোছা: জেরিন পারভিন রোজা (শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জ) মো: আনিম নাঈম ইসলাম (সলিমুল্লাহ মেডিকেল কলেজ),মো: শফিজুল ইসলাম (দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ) ও মো: শাকিল ইসলাম (দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ)। ঢাকা মেডিকেল কলেজে স্থান পাওয়া রিফাহ তাসনিয়া ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুর রউফ ও সেলিনা আক্তার দম্পতির মেয়ে,গোপালগঞ্জ শেখ সাহেরা মেডিকেল কলেজে স্থান পাওয়া জেরিন পারভিন রোজা, পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের বাসীন্দা সহকারী প্রভাষক জাকির হোসেন ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিনা ইয়াসমিন দম্পতির একমাত্র মেয়ে, সলিমুল্লাহ মেডিকেল কলেজে স্থান পাওয়া আনিম নাঈম ইসলাম, সুজাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলামের ছেলে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে স্থান পাওয়া শফিজুল ইসলাম সুজাপুর গ্রামের বাসীন্দা ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মনজুরুল ইসলাম ও উপাধক্ষ্য রহিদা বেগম দম্পতির ছেলে এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে স্থান পাওয়া শাকিল ইসলাম,উপজেলার বেতদিঘী ইউনিয়নের চিন্তামন রাধিকাপুর গ্রামের কৃষক আবুল কাশেমের ছেলে,সে গ্রামের পাঠশালা সিদ্দিশী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৪.৮৩ ও ফুলবাড়ী সরকারী কলেজ থেকে এইসএসসিতে জিপিএ-৫ পেয়েছিল।

মেডিকেল কলেজে ভর্তি পরিক্ষায় মেধা তালিকায় স্থান অধিকারী শিক্ষার্থীরা বলছেন, তারা চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন। মানুষের সেবার মধ্যে বড় মহত্ব রয়েছে বলে তাদের এ পেশা পছন্দ।

এদিকে মেধাবীদের অভিভাবকরা বলছেন, তাদের সন্তানেরা চিকিৎসক হওয়ার পাশাপাশি যেন ভাল মানুষও হয়, এজন্য তারা সকলের কাছে দোয়া কামনা করেন।