ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

আজ চালু হচ্ছে মেট্রোর আরও ২ স্টেশন

রাজধানী ডেস্ক | আপডেট: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩

আজ চালু হচ্ছে মেট্রোর আরও ২ স্টেশন
মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হতে যাচ্ছে আজ। এর মধ্যদিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সব স্টেশন চালু হচ্ছে। ১৬ স্টেশনেই ট্রেন থামবে নিয়মিত।

রবিবার (৩১ ডিসেম্বর) থেকে এ দুটি স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে। এখন থেকে ১৬ স্টেশনেই ট্রেন থামবে নিয়মিত।

গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে এ কথা জানিয়েছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালু হচ্ছে। ওইদিন থেকে এ দুই স্টেশনে মেট্রো থামবে এবং বর্তমান সময়সূচি অনুযায়ী চলবে।

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল করছে। আর উত্তরা-আগারগাঁও-উত্তরা রুটে চলাচল করছে সকাল সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। পুরো কাজ শেষ হলে ট্রেন ছাড়বে প্রতি ১০ মিনিট পরপর। ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করা হবে। চলবে ২৪ জোড়া ট্রেন।