ফ্রিডম বাংলা নিউজ

মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ |

EN

মনোনয়ন পত্রের যাচাই-বাছাই শুরু আজ

ফ্রিডমবাংলানিউজ ডেস্ক | আপডেট: শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

মনোনয়ন পত্রের যাচাই-বাছাই শুরু আজ
দেশের ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২ হাজার ৭৪১ জন। অংশ নিচ্ছে ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দল। এদিকে, আজ থেকে শুরু হচ্ছে মনোনয়নপত্রের যাচাই-বাছাই।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকালে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ইসি সচিব এই তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, বিকাল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। তাই কমিশন মনে করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের সময়সীমা বর্ধিতকরণের কোনো সুযোগ নেই। 

বিএনপিকে ছাড়া কি আরও একটি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. জাহাংগীর আলম বলেন, এটা সাংবাদিকদের বুঝে নিতে হবে।